আমাদের কথা খুঁজে নিন

   

স্বাস্থ্য সচেতনতায় সাইফুরস :: ব্যাফক বিনোদন



আগে পত্রিকায় সাইফুরস্ এর বিজ্ঞাপন দেখতাম মাঝে মাঝে। তখন অবশ্য গতানুগতিক টিউশনির বিজ্ঞাপনের মত ছিলো। কিছুদিন আগে নেটে এদের কিছু বিজ্ঞাপনের নমুনা দেখলাম। প্রথমে দু একটা দেখে ভাবলাম মজা করার জন্য এমন করেছে। পরে আরও কিছু দেখে মনে হল মানুষের সাথে ফাইজলামী আর নিজেরা কত বড় ছাগল তা প্রমান করাটাই এদের মুখ্য কাজ।

ব্লগের সবার কাছে এই বিজ্ঞাপন গুলো অনেক পুরানো হতে পারে। আসুন আমরা আবার তাদের কিছু বিজ্ঞাপন দেখি। কেউ যদি এই পুরানো পেঁচ্যাল দেখে বিরক্তিবোধ করেন, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সারাদিন ইংরেজী পড়তে পড়তে তাদের পাবলিক রিলেশনের লোকজন বাংলা ভুলতে বসেছে। তাই ডিজুস উচ্চারণে পরশু এক ঢিলে কয়টা পাখি মারবেন গুনতে শুরু করে দিন রাধুঁনিরা যোগাযোগ করতে পারেন নতুন এই আইটেম টি শেখার জন্য বিসিএস কোচিংয়ের সাথে মায়ের কি সম্পর্ক মাথায় আসলো না ইংলিশ কাশি বৃটিশ জাতির এহেন দুর্লভ বৈশিষ্ট আবিষ্কারের জন্য বৃটিশ রাজ পরিবারের উচিত একে স্যার উপাধিতে ভূষিত করা speech-impaired লোকদের হেয় করার কোন কারণ খুঁজে পেলাম না কি বোমা দিয়ে ঘটানো হচ্ছে? গ্রামার না জেনেই গ্রামার বুঝবেন অনেকটা কলমের ক্যাপ না খুলেই তা দিয়ে লেখার মত।

সাইফুরস্ - এ কোচিং করলে ভবিষ্যতে সেখানেই চাকুরীর সংস্থান হওয়ার সুযোগ আছে। হাতছাড়া হওয়ার আগে ভেবে দেখুন? প্রেস্টিজের ব্যাপার তাহলে বৃটিশ কাউন্সিল কি দোষ করল। ওখানে বেশিরভাগ সময় তো ইংরেজরাই পড়ায়। শেষ পর্যন্ত নিজেরাই নিজেদের ভাড় হিসাবে স্বীকার করল। এই মন্তব্যটি ইমরোজ ভাইয়ের ব্লগ থেকে চুরি করা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।