আমাদের কথা খুঁজে নিন

   

মানবতা জাগুক (ভাষনে, শপথে নয়, কাজে কাজে)

আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে

জাগুক মানবতা মনে মনে, শপথে শপথে নয়, কাজে কাজে বদলে যাক দেশ, আমি আপনি, আমরা বদলে যাই। কালি খরচ করে পত্রিকার শিরোনাম হতে কে না চায় ভাষনের বাক্য লিখতে ভাল লাগে না, কে আছে এমন মনের সত্যিকথা লুকিয়ে, কথার বাক্য চলে বপন। তাই প্লিজ, অনুরোধ, কবির সেই কথাটা আবারও বলি, ‍‍"আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। " কিন্তু এখন কথায় কথায় বদলে যাচ্ছে দেশ, শিরোনামে শিরোনামে চলছে উন্নয়ন স্বপ্নের বাজেটে চলছে, প্রয়োগের আস্ফালন, কিন্তু ভেতর ভেতর বাস্তবায়নের অস্ফুট ক্রন্দন। গুঞ্জন, দপ্তরে দপ্তরে উৎসের হবে কি? জানি না, জানি না। জাগুক মানবতা, গরিবের পেটে জাগুক গ্যাস না খাওয়া বেলায় ভাসুক গরীবের জল, নদীর স্রোতে আনতে গতি। ভাষন চলছে, সিডিতে সিডিতে যেভাবে চলছে জেমসের গান সেভাবে চলছে মন্ত্রিদের ভান, জয়গান। নাটকের পর নাটকে চঞ্চল, মোশাররফ করিম ফুটিয়ে তুলছে গ্রামে রীতি, আর এফডিসিতে চলছে ধর্ষন স্ক্রিন শর্টের একের পর এক উদ্ধৃতি। তাই শপথে শপথে নয় আসুন কাজে কাজে বদলে দেই দেশ, কাগজ কলমে নয়, লেবেল হয়ে সরকারের প্রতি মলম, তেল হয়ে নয়, সত্যিকার মানবতা নিয়ে ঝাপিয়ে পড়ি, দেশের উন্নয়নে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।