আমাদের কথা খুঁজে নিন

   

অফিসিয়াল শালার ভারত বিরোধিতা ও ফেনসিডিল

জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই

আমাদের বসের একজন শালা আমাদের অফিসে এসে মাঝে মাঝে মাতব্বরি করেন। সূর্যের চেয়ে বালি গরম, আমাদের অফিসে বসের চেয়ে শালা গরম। সেই শালাকে আমরা আদর করে নাম দিয়েছি অফিশিয়াল শালা। অফিশিয়াল শালা আবার ভারত বিরোধী। টিপাইমুখ বাঁধ নিয়া তার বিরাট লম্ফঝম্প।

পারলে এক্ষুণি বোমা মেরে টিপাইমুখ বাঁধ উড়িয়ে দেয় আর কি। তিনি দীর্ঘদিন থেকে বেকার। পড়াশোনা করে ক্লাশ সেভেন থেকে এইটে উঠতে উঠতে বয়স গড়িয়ে গেছে। পরে সেই চেষ্টা ত্যাগ করেছেন। তার বক্তব্য, সবাইকে দিয়ে সব কাজ হয় না।

তার একটি গুণ আছে। বাপের পয়সা খরচ করে ফেনসিডিল সেবন করেন। সে জন্য বাপের ব্যবসা থেকে বিতাড়িত হয়েছেন। তার ছোট ভাই সেই ব্যবসা দেখাশোনা করে। তিনি যেই কয় দিন বাপের ব্যবসা দেখার সুযোগ পেয়েছিলেন, সেই কয় দিন ফেনসিডিল সেবনের জন্য কারো কাছে হাত পাততে হয় নি।

ব্যবসার পয়সায় ভালো ফুর্তি করে আসছিলেন। কিন্তু ব্যবসায় লাল বাতি জ্বলার আগেই বাপের ও ভাইয়ের হাতে ধোলাই খেয়ে ফুল টাইম বেকার। কিন্তু ফেনসিডিল তাকে ছাড়ে নি। বরং নানা কায়দায় তিনি এই ঐতিহ্যবাহী গুণটি ধরে রেখেছেন। অবশেষে তার যখন বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, তখন তার দুলাভাই ত্রাণকর্তা হিসেবে আবির্ভুত হলেন।

স্ত্রী ও শাশুড়ির দ্বিমুখী আক্রমণে অস্থির হয়ে বস তাকে আমাদের অফিসে আশ্রয় দিলেন। বলছিলাম, তার ভারত বিরোধিতার কথা। তিনি কথায় কথায় ভারতকে তুলোধুনো করেন। দিনের পর দিন শুনতে শুনতে কান ঝালাপালা। অবশেষে গত সপ্তাহে আমার মাথা গরম হয়ে গেল।

বলেই ফেললাম, অতই যখন ভারতরে দেখতে পারেন না, তো ভারতীয় ফেনসিডিল খান ক্যান ? ভারতীয় মাল খায়া ভারতের বিরুদ্ধে বলা কি ঠিক ? তিনি নির্বাক হয়ে গেলেন। এমন জায়গায় আঘাত পড়তে পারে তিনি বোধ হয় স্বপ্নেও ভাবেননি। ভেবেছিলাম, ভদ্রলোক ফেটে পড়বেন। না, বরং তিনি চুপসে গেলেন। কিছু বললেন না।

ভাবলাম বসের কাছে বিচার চাইবেন। না, তাও হয় নি। বরং তিনি তারপর থেকে অফিস থেকে উধাও। আজ এক কলিগের কাছ থেকে জানতে পারলাম তিনি বসকে জানিয়ে দিয়েছেন, তিনি আর এই অফিসে আসবেন না। তার এই সিদ্ধান্তে অফিসের সবাই খুশি।

কেননা আর অফিসে এসে একজন মাদকাসক্তের ফালতু প্যাচাল শুনতে হবে না। শেষ কথা : আমরা কথায় কথায় ভারত বিরোধিতা করি। কিন্তু ভারত থেকে চোরই পথে আসা হাজার কোটি টাকার ফেনসিডিল খেয়ে মাথা আউলা করি। দেশের ক্ষতির পাশাপাশি নিজের দেহের ও মনের ক্ষতি করি। দেশের জন্য মূল্যবান হাজার কোটি টাকা ভারতের হাতে তুলে দেয়ার নেপথ্যে ভূমিকা রেখে এই ভারত বিরোধিতার কি কোন মানে আছে ?


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.