আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বকাপে ১৮ অফিসিয়াল::::ক্রিকেট বিশ্বকাপ ২০১১

জাকির

ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে এখনও বাকি ৬৪ দিন। এর আগেই বিশ্বকাপের অফিসিয়াল ঘোষণা করেছে ক্রিকেটের অভিভাবক সংস্থা (আইসিসি)। আগামী বছর ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ-ভারত ম্যাচ দিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু হবে। বিশ্বকাপে এবার মোট ১৮ অফিসিয়াল থাকবে। শেষ মুহূর্তে দৰিণ আফ্রিকান মারাইস ইরাসমাসকে অফিসিয়াল হিসেবে ঘোষনা করা হয়।

বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। এই আসরে ইরাসমাসও দায়িত্ব পালন করবেন। এমনকি ১৮ সদস্যের অফিসিয়াল দলেরও নেতৃত্বে থাকবেন ইরাসমাস। ৬ জন ম্যাচ অফিসিয়াল থাকবেন এবং এগারোজন আইসিসির আম্পায়ার প্যানেলে থাকবেন। ইরাসমাসও একজন।

পাকিসত্মান আম্পায়ার আলিম দারের সঙ্গে ইরাসমাসও এ বছর বর্ষসেরা আম্পায়ারের স্থানে ছিলেন। আলিম দার ২০০০ সাল থেকে এখন পর্যনত্ম ১২৭ ওয়ানডেতে অফিসিয়ালের দায়িত্ব পালন করেছেন। এমনকি চলমান এ্যাশেজ সিরিজেও তাঁর ওপরই ভরসা রয়েছে আইসিসির। ইরাসমাস ও আলিমদার আইসিসি আম্পায়ার এলিট প্যানেলেও যুক্ত আছেন। যেখানে নিউজিল্যান্ডের বিলি বাউডেন, ওয়েস্ট ইন্ডিজের বিলি ডক্ট্রব, অস্ট্রেলিয়ার স্টিভ ডেভিস, ইংল্যান্ডের ইয়ান গোল্ড, পাকিসত্মানের আসাদ রউফ, শ্রীলঙ্কার আশোকা দি সিলভা, অস্ট্রেলিয়ার সাইমন টফেল এবং ড্যারেল হার্পার রয়েছেন।

ভারতের আমিশ সাহেবা ও সাবির টারাপোরে ১৮ সদস্যে রয়েছেন। অস্ট্রেলিয়ার ব্রম্নচ ওঙ্নেফোর্ড, শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা, ইংল্যান্ডের রিচার্ড কেটেলবোরো এবং নিগেল লিয়ং ম্যাচ অফিসিয়াল হিসেবে আছেন। ক্রিস ব্রড, রোশান মহানামা, এ্যান্ডি পাইক্রফট এবং জেফ ক্রু ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন। রঞ্জন মাধুগালেও আছেন আইসিসির ম্যাচ রেফারি প্যানেলে। বাংলাদেশের এনামুল হক মনি বিশ্বকাপের অফিসিয়াল প্যানেলে প্রবেশ করতে পারেননি।

তবে রিজার্ভ আম্পায়ার হিসেবে তাঁর নামও যুক্ত আছে। ভাগ্য সহায় হলে তারও সেই প্যানেলে যুক্ত হওয়ার সম্ভাবনা এখনও উড়িয়ে দেয়া যাচ্ছে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।