আমাদের কথা খুঁজে নিন

   

একটি স্ক্রিপ্ট বিহীন নাটক : ((জিন্স স্কার্ট))

যখন আমি হবো শুধুই স্মৃতি, আমার এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা গুলো সবার সামনে আমাকে আরো স্মৃতিময় করে তুলবে।

দৃশ্য: ((ক্যমেরাম্যানের কাছে তা স্টিল করে দাড় করানোর জন্য কোন সরঞ্জাম নেই। সে বাসাবাড়ির হ্যান্ডিক্যামের মত করে রাস্তায় দাড়িয়ে আছে। আর যেহেতু নাটকটি স্ক্রিপ্টের কোন ধারেও যায় না তাই পরিচালকেরও তেমন কোন ভূমিকা একটা দেখা যাচ্ছে না। এটাকে আমরা এমন একটা ঘটনা বলে উল্লেখ করতে পারি: আচ্ছা থাক, এটাকে কি বলা যায় তা নাহয় পরেই বলা হবে।

। )) রিক্সায় করে একজোড়া কপোত-কপোতী আসছে। তারা কি গল্পের মধ্যে যে মশগুল হয়ে আছে তার কোন ঠিকঠিকানা খুজে বের করতে হলে ব্যাপক জ্ঞানের দরকার আছে। মেয়ে: “এই, রিক্সা থামো। ডানদিকের গেটে রাখ।

“ রিক্সাওয়ালার কোন ভাবান্তর হল বলে মনে হল না। সে চালিয়েই যাচ্ছে। এইবার ছেলেটি মুখ খুলল। বলা যায় একপ্রকার বাধ্য হয়েই খুলল। “আরে তোমাকে না থামতে বললাম।

তারপরও তুমি চালায়ে যাচ্ছ কেন?" রিক্সাওয়ালা রিক্সা রাস্তার পাশে থামাল। বলল, “নাইম্যা যান তাইলে। “ ছেলে: আরে বলেকি, তোমাকে থামতে বললাম কোথায় আর তুমি আমাদের কোথায় নামিয়ে দিয়ে বলতেছ যে নাইম্যা যান, মিয়া ফাইজলামি পাইস নাকি? রিক্সাওয়ালা: জ্বিনা। ফাইজলামি আমি করতাছিনা। আপনেরা বললেন যে রিক্সা থাম।

আমি তো কোন রিক্সা না। আমি হইলাম গিয়া রিক্সাওয়ালা। তাই দোষটা আমার না আপনেগোর। ছেলে: (মেয়েটার দিকে তাকিয়ে) দেখস কাহিনী। ব্যাটা বলে কি! মেয়ে: আচ্ছা থাক, ছেড়ে দাও।

চল আমরা যাই। আই তুমি চালাও তো। (রিক্সাওয়ালা কে তার কথা। ) বাসার মধ্যে ক্যামেরা সহ তাদের প্রবেশ। ক্যামেরাওয়ালার ঘাম ছুটছে।

তাদের পিছনে ছুটতে ছুটতে তার এই অবস্থা। সিড়ি দিয়ে কপোত-কপোতী উঠছে আর তাদের সাথে ক্যামরাম্যান তার ক্যামেরা (হ্যান্ডিক্যাম) নিয়ে ছুটছে। প্রথম অংশটা শেষে দিলাম। আজকাল আমাদের দেশে নাটক নামে টিভি চ্যানেলগুলোতে যে কি প্রচারিত হচ্ছে সেগুলো যে কিসের পর্যায়ে পড়ে তা আমার জানা নেই। (তবে এখানে একটা কথা আছে, সব কিন্তু এক না।

আমি শুধু ওই ক্যাটাগড়িতে পড়ে এমন নাটকের কথাই বলছি। ) এমনই এক নাটকের স্ক্রিপ্ট আপনাদের কাছে ধারাবাহিকভাবে পেশ করছি। আজ নাটকটির ১ম পর্ব। তবে ব্যাপার হল এর কাহিনীর কোনই আগা মাথা নাই। তাই কখন যে নাটকটার সমাপ্তি হবে তারও কোন ঠিক ঠিকানা নাই।

তাহলে শুরু করে দিচ্ছি। ---------------------------------------------------------------------------------- ---------------------------------------------------------------------------------- ও একটা কথা, ছাতার মত গজিয়ে ওঠা টিভি চ্যানেল হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.