আমাদের কথা খুঁজে নিন

   

ভাবুন তো আমরা সবাই একই রঙের পোশাক পরে একসাথে গলা ফাটিয়ে শ্লোগানে সোচ্চার হচ্ছি!!

শব্দ খুঁজি, সৃষ্টির অদম্য নেশায় হতে পারে প্রকৃতির সবুজকে ধারণ করে, হতে পারে রক্তের লালকে ধারণ, হতে পারে জাতীয় পতাকার পবিত্রতাকে ধারণ করে অথবা এই রঙ দুটির কোন একটিকে ধারণ করে। আমরা কী পারিনা আমাদের আন্দোলনকে রাঙ্গিয়ে তুলতে? ভাবুন তো আমরা সবাই একই রঙের পোশাক পরে একসাথে গলা ফাটিয়ে শ্লোগানে সোচ্চার হচ্ছি, একে অন্যের দিকে তাকিয়ে সৌহার্দ্যের হাসি বিনিময় করছি, কখনো বা শিশুর আধো বুলিতে উচ্চারিত জয় বাংলা শুনে বিস্ময়ে অভিভূত হচ্ছি। বেড়ে যাবেনা আমাদের উদ্দীপন? অন্তত একটা দিন এমন করলে আন্দোলিত হবে সারা বিশ্বের মানুষ। দিনের উজ্জ্বল আলোয় আর রাতের নিয়নে অন্যমাত্রা যোগ করবে পরিচিত চারপাশে। বাংলাদেশের খেলার দিনে লাল-সবুজের জার্সিতে আমাদের উপস্থিতি খেলোয়াড়দের মস্তিষ্কে এড্রিনালিন নিঃসরণ বাড়িয়ে দেয়। একটা নির্দিষ্ট রঙ তাহলে কেন দেশের জনতার হৃদয় স্পর্শ করবে না? কোন ব্যানারের আশ্রয়ে নয়, কোন সংগঠনের বিজ্ঞাপনী ঢঙ্গের লোগোতে নয়, শুধুমাত্র একটা দিন আমরা সবাই যদি জাতীয় পতাকার সমার্থক লাল/সবুজের পোশাকে আন্দোলনে আসি তাহলে কেমন হয়?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।