আমাদের কথা খুঁজে নিন

   

একটু ভাবুন

নির্বোধের ব্লগে স্বাগতম। জানি না অনেক কিছুই; জানতে চাই, তাই ভুল করি বারবার আচ্ছা, একটা ব্যাপারে একটু কথা বলতেই হচ্ছে। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আমরা বিভিন্ন জায়গায় যেসব স্লোগান দিচ্ছি তার মধ্যে একটা এরকম- "একটা একটা রাজাকার ধর, ধইরা ধইরা জবাই কর"। একটু চিন্তা করেন এই স্লোগানটা নিয়ে। এটা বেশ ভালোমানের একটা বীভৎস স্লোগান।

এরকম মানের একটা স্লোগান সাধারণত ধর্ম নিয়ে রাজনীতি করা একটা বিশেষ মৌলবাদী রাজনৈতিক দল তাদের জিহাদী মিছিলে ব্যবহার করে থাকে। আমাদের ছোট ছোট ভাই-বোনেরা বা শিশুরা আমাদের সাথে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে এই আন্দোলনে যোগ দিচ্ছে। এটা অবশ্যই খুব বড় একটা পজিটিভ দিক। কিন্তু যখন এই আন্দোলনে এসে তারাও আমাদের সাথে গলা মেলাচ্ছে এই স্লোগানে তখন তাদের মাথাতেও কি একটু একটু করে এটা ঢুকে যাচ্ছে না যে রাজাকার মাত্রই জবাই করার বস্তু? এতে করে তাদের মানসিকতায় আমরা খুব খুব সামান্য পরিমাণে বীভৎসতা কি ঢুকিয়ে দিচ্ছি না? তাই, আমার মনে হয় কী, স্লোগানের ক্ষেত্রে আমাদেরকে একটু বেশি সৃজনশীল ও সহনশীল হওয়া প্রয়োজন। আমরা এমন সব স্লোগান দিবো যেগুলো আমাদের ভবিষ্যত প্রজন্ম মুক্তিযুদ্ধের স্বপক্ষে তাদের করা কোনো আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে ব্যবহার করে বাঙ্গালির লড়াই করার চেতনার ইতিহাসকে স্মরণ করবে, যেমনটা এখন আমরা ব্যবহার করছি "জয় বাংলা", "তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা", " এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে", লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই" ইত্যাদি স্লোগান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.