আমাদের কথা খুঁজে নিন

   

আমারে একখান ল্যাপি কিনে দিয়েছে



গত ১ তারিখ সকালে আমি খুলনায় চলে এসোছিলাম। উদ্দেশ্য আর কিছুই নয় গরমের ছুটিতে বাবা মায়ের সাথে কয়েকটা দিন কাটানো্। দূর্ভাষি সে সময় তার অফিসিয়াল ট্যুর নিয়ে ব্যস্ত। কিন্তু ২ তারিখ রাত সাড়ে দশটার সময় বাসার কল বেল বেজে উঠল, আমি একটু বিরক্ত হলাম এত রাতে আবার কোন মেহমান এল, কারন আমার বাবার বাসার সবাই তখন বাসায়। দরজা খুলে দেখি ভবঘুরে আমার সামনে দাড়িয়ে।

বলল, আগামী কাল থেকে গোপালগঞ্জ এ ডিউটি, তাই খুলনা থেকে কাজ করব। চমকের পালা একানেই শেষ নয়, ঘরে গিয়ে ফ্রেশ হয়ে ডিনার সেরে ও ব্যাগ থেকে যা বের করল তা দেখে আমার চক্ষু ছানাবড়া। ব্যাগ থেকে বের করল একটা এমএসআই ব্রান্ডের ল্যাপটপ, যেটা ওর নয়, কারন ওর টি ডেল ব্রান্ডের। আমি বারবার জিঞ্জাসা করছি ওটা কার কিন্তু ভবঘুরে কোন উত্তর দেয়না। কিছুক্ষণ পরে আমাকে চমকে দিয়ে বলল এটা তোমার।

আরও বলল এটা খুব দামী কিছু নয়, কিন্তু এম এস অফিস এর কাজ ও ব্লগিং এর কাজ অনায়াসে করতে পারব। দেখলাম সেলেরন প্রসেসর। খুশিই হলাম, আমার কাজ চললেই হলো। কিন্তু ও জানাল ব্যস্ততার মধ্যে মোডেম কিনে আনতে পারেনি, ঢাকায় এলে কিনে দিবে। তাই বাধ্য হয়ে আজ ছোট ভাইয়ের মোডেম নিয়ে ব্লগে সবার সাথে একটু যোগাযোগ করে গেলাম।

দূর্ভাষী অবশ্য গতকাল রাতে খুলনা থেকে ঢাকা রওনা হয়ে সুস্থ ভাবে ঢাকা পৌছেছে। আমি আগামী কাল সকালে ইনশাল্লা ঢাকার উদ্দেশ্যে রওনা হব। আশা করি এখন থেকে ব্লগাইতে আর কোন সমস্যা হবে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.