আমাদের কথা খুঁজে নিন

   

পাপ

দ্রোহের আগুনে উঠুক জ্বলে

পাপ ঢাকিতে কত কিবা সবাই ঘোরে বাবার সনে পাপ যে তোমার আছে মনে । মনের পাপে হইল কালি পূন্যের ঘর রইল খালি মিথ্যেরা ভিড় মনের কোনে পাপ যে তোমার আছে মনে । পরের পাপের কানাকানি কতই হল জানাজানি নিজের পাপ যে রয় গোপনে পাপ যে তোমার আছে মনে । আঁধার রাতে জ্বালাও বাতি কেমনে যাবে মনের রাতি অন্তরে কি আলো চেনে? পাপ যে তোমার আছে মনে । বাবা নেবেন পাপের বোঝা বেহেশত কি এতই সোজা? বাবার পাপই কে ই বা গোনে? পাপ যে তোমার আছে মনে । পূন্য ঘরে জ্বালাও বাতি ঘুচাও মনের আঁধার রাতি চাও ক্ষমা চাও তাহার সনে পাপ যে তোমার আছে মনে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।