আমাদের কথা খুঁজে নিন

   

পাপ

সময় হয়েছে আজ আড়মোড়া ভেঙে জেগে উঠার; দৃপ্ত শপথ করে সম্মুখে পা ফেলে ছুটে চলার চিরন্তন সত্য ও সুন্দরের পথে......

অজস্র শাণিত তীরের ফলার অগ্রভাগ নির্জনে হৃদয় বিদ্ব করে ক্ষীণ ধারায় রক্ত ঝড়ায়। শত ধ্যান নিভৃতে মাথা কুটে দিগ্বিদিগ ঘুরে ফিরে আসে, অতৃপ্ত আশার খাঁচায়। উদভ্রান্ত গোবরে পোকার মতোই সংবিৎ রুক্ষ একটুকরো ভূমিতে হোঁছট খেয়ে পড়ে যায়। চরম অপরাধবোধ কুঁড়ে কুঁড়ে খায় আর টেনে-হিঁছড়ে নিয়ে যায় নির্জনতায়। সীমাহীন অসমতল মৃত্তিকার উপর গড়িয়ে যাওয়া কোন পাথরের মতো, গুড়িয়ে যায় মন। আর মুক্তির তীব্র বাসনা বারংবার মুছে দিতে চায় অদৃশ্য কলুষিত ছাপ পাপ, পাপ, পাপ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।