আমাদের কথা খুঁজে নিন

   

কাজল করে রাখব তোমায়, রাখব আমার চোখের কোণে

সীমান্তের অতন্দ্র প্রহরী

গানটির ডাউনলোড লিংক "কাজল করে রাখব তোমায়, রাখব আমার চোখের কোণে গাইব আমি শুনবে তুমি, আর যেন গো কেউ না শোনে"......২ [নারী কন্ঠ] "কাজল করে রেখ আমায়, রেখ তোমার চোখের কোণে গাইব তুমি শুনব আমি, আর যেন গো কেউ না শোনে. কাজল করে রেখ আমায়, রেখ তোমার চোখের কোণে" [পুরুষ কন্ঠ] "মনের কথা মনে থাকে খুলে কি বলা যায় সবাই বলে প্রেমের পথে কাঁটা লাগে পায়" [নারী কন্ঠ] "ছাড় ছাড় ওসব কথা, কি লাভ কথার ই জাল বুনে কাজল করে রাখব তোমায়, রাখব আমার চোখের কোণে" [পুরুষ কন্ঠ] "কাজল করে রাখব তোমায়, রাখব আমার চোখের কোণে" [নারী কন্ঠ] "দিন কেটে যায় রাত কাটে না প্রেমে বড় জ্বালা তাই ভেবেছি তোমার নামে পরব গলার মালা" [নারী কন্ঠ] "নামের মালা পরলে গলায় কাটবে রাত প্রহর গুনে" [পুরুষ কন্ঠ] কাজল করে রাখব তোমায়, রাখব আমার চোখের কোণে [নারী কন্ঠ] "আঁখির কাজল গলার মালা আর কি কি বানাবে তোমার পাশে আমায় ছাড়া আর কাকে মানাবে" [পুরুষ কন্ঠ] "এখন কিছু হবে না তো যা হবার হবে ফাগুনে" [নারী কন্ঠ] "কাজল করে রেখ আমায় রেখ তোমার চোখের কোণে. গাইব তুমি শুনব আমি আর যেন গো কেউ না শোনে" [পুরুষ কন্ঠ] "কাজল করে রাখব তোমায়, রাখব আমার চোখের কোণে" [নারী কন্ঠ]

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।