আমাদের কথা খুঁজে নিন

   

ইঞ্চি ইঞ্চি করে দখল হয় নদী জমি সমূদ্র

কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....

আমরা বাংলাদেশের মানূষ কিভাবে সরকারী জমি দখল করতে হয় তার জন্যে পি এইচ ডি ডিগ্রি ধারী । দখলবাজ সবাই এক অপরের মাসতুত ভাই। সারাদেশে এমন কোন অঞ্চল নেই যেখানে দখল বাজদের সিন্ডিকেট গড়ে উঠেনি। কিছু অসাধু সরকারী কর্মকর্তাদের যোগসাজসে চলছে এই কর্মকান্ড। জোর যার মুল্লুক তার।

আমাদের এই অপরাধ প্রবনতা রন্ধে রন্ধে ঢুকে পড়েছে। কি করে এই অপরাধ থেকে মুক্ত হওয়া যায় । জমির উচ্চ মূল্য এর একটি কারন। খুব সহজেই ধনী বা কিছু অতিরক্তি টাকা হাতিয়ে নেয়ার আর সহজ উপায় কি থাকতে পারে। মানূষ বাড়ছে সেই পরিমানে জমি বাড়ছে না।

কিন্তু সরকারের কাছেও পড়ে আছে লক্ষ লক্ষ একর জমি যা শিল্প কল কারখানার জন্য সহজে ব্যাবহার করা যায় না। তাই অনেকে নদী নালা ভরাট করে দখল অনেক সহজ মনে করে। আমরা জাতি হিসাবে কখনো আগ্রাসী ছিলাম না। আমরা কখনো অন্য কোন জাতিগোষ্টিকে জোর করে দখল করে রাখিনি। কিন্তু কেন এই দখল প্রবনতা।

নিজেই নিজেদের রাষ্ট্রিয় সম্পদ জোর করে দখল করার চেষ্টায় উদভ্রান্তের মতো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.