আমাদের কথা খুঁজে নিন

   

পানির নিচে দুই ইঞ্চি আর বিশ ফিট একই কথা

“আমি যদি এখন সিদ্ধান্ত নিই, যারা সমালোচনা করে এবং মানুষকে বোঝানোর জন্য... ৩ হাজার ২০০ মেগাওয়াট রেখে বাকি ৫৪/৫৫টা যে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছি- সেটা বন্ধ করে রাখি দু’চার দিন। তখন অবস্থাটা কী হবে?” “রোজার পরে এরকম একটা প্র্যাকটিস করতে হবে। মানুষকে বোঝানোর জন্য- কী ছিল, আর এখন কী আছে? না হলে এই সমালোচনা চলতেই থাকবে। ” উপরের কথাগুলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আমি স্তম্ভিত, ব্যাথিত এবং হয়ত হতাশও।

জনগণকে প্রতিপক্ষ বানানোটা কতটুকু ঠিক হচ্ছে তা আমি বুঝতে পারলাম না। আপনিতো প্রধানমন্ত্রী জনগণেরই। আমাদের উপর এ কিসের প্রতিশোধ? আপনাকে প্রধানমন্ত্রী করেছে জনগণ তাদের জন্য কাজ করার জন্য, আপনি দেশের উন্নতি করবেন এটাইতো স্বাভাবিক তাই না। আওয়ামীলীগ এইবার অনেক ভাল কাজ করেছে তার ভিতর বিদ্যুত খাতে অগ্রগতি নিঃসন্দেহে প্রশংসনীয়। এবং আমার বিশ্বাস অধিকাংশ মানুষ তা স্বীকার করে।

এইভাবে রাস্তার কাদা গায়ে মাখার কি মানে আমি জানি না। অনেক ক্ষেত্রে উন্নতি হয়েছে আবার অনেক ক্ষেত্র হয়েছে প্রশ্নবিদ্ধ। সাধারন মানুষ যদি মেনে নিতে পারে, সহ্য করতে পারে এই সব কিছু তবে প্রধানমন্ত্রী হয়ে এই প্রতিহিংসাপরায়নতার প্রকাশ মানুষকে নিঃসন্দেহে ভীত করে তুলবে। সবার আগে যে আত্মউপলব্ধি প্রয়োজন - আমাদের এখনও অনেক পথ পারি দিতে হবে। আমাদের অনেক উন্নতি হয়েছে, কিন্তু আমরা এখনও পানির নিচেই রয়ে গেছি।

কাজেই আত্মতুস্টির কোন সুযোগ মনে হয় আমাদের নেই। আর যতক্ষন না অন্তত দারিদ্র্য সীমার উপরে আসছি - কোন অগ্রগতিই মনে হয় বুক চাপড়ে বলার মত নয়। অনেক ক্ষেত্রেই হয়ত - "পানির নিচে দুই ইঞ্চি আর বিশ ফিট একই কথা"। কাজেই আগে পানি থেকে উদ্ধার করুন আমাদের। বাংলাদেশীরা বেঈমান না।

মাথায় করে রাখব আপনাকে। বারবার বিশ্বাস করে আমরা আপনাদেরকেই ক্ষমতায় নিয়ে আসি এই আশায় যে আপনারা আমাদের কথা ভাববেন, আমাদের ভালবাসবেন। এই ধরনের দুই একটা কথা আমাদের দারুনভাবে বিচলিত করে তোলে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.