আমাদের কথা খুঁজে নিন

   

জ্যামিতি

রাতের আকাশের দিকে তাকিয়ে একবার ভাবতে ইচ্ছে করে , কতটা অন্ধকার গলিপথেও আমি আলো হাতড়ে বেড়াই । কেন্দ্রীভূত মনের ভেতরটা ছাড়িয়ে দূরে জাগা তারাগুলো দেখি ,ভাবতে থাকি কতটা অসীম এই মহাকাশ আর কতটা আগে সৃষ্টি হয়েছে মহাবিশ্ব । পৃথিবীটা মনে হয় সবচেয়ে অদ্ভুত কক্ষপথে, আর তার মাঝে আমরা আছি , এই আছি এই নেই এর খেলা তবুও শুন্য হতে চাইনা আমরা । আমার মত আরও কত মানুষ , প্রতিদিন নিজেদের নতুন করে শিখছে ,জীবনের এই কক্ষপথ থেকে ওই কক্ষপথে ঘুরছি একটা হিসেবের খাতা খুলে । আমার মতই কেউ হয়ত বিস্ময় হয়ে তাকিয়ে থাকেআকাশে , নিজের অর্থ খুঁজতে হয়ত ব্যস্ত হয়ে পড়ে কেউ নিজের সত্তা নিয়ে । মহাবিশ্বের শুন্যতায় দাঁড়িয়ে কোথায় যে আমরা আঁটকে পড়ে যাই ,হয়ত হিসেবের গড়মিলে দিনটাই রাত হয়ে যায় । জ্যামিতিক এই মহাবিশ্ব ভ্রমণ করতে করতে কখন যে আমরা কালের কক্ষপথের শেষ সীমায় দাঁড়িয়ে যাই বলতে পারিনা , তখন হয়ত অদ্ভুত লাগে বেঁচে থাকার শাব্দিক অর্থ । -

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।