আমাদের কথা খুঁজে নিন

   

জ্যামিতি খেলা



আমি ছিলাম দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাবিহীন ছোট্ট একটি বিন্দু। তাতে কোন পরিতাপ ছিলনা ছিল না কোন উচ্চাকাঙ্খা, কিন্তু তুমি নতুন করে সৃষ্টি করলে আমায় কম্পাস আর পেন্সিলের সাহায্যে দিলে উচ্চতা,আকার,আয়তন এবং নতুন নাম হলাম বিন্দু থেকে বৃত্ত। আমি ছিলাম আভরনহীন সরলরেখা তবুও ছিল অস্তিত্ব এবং স্বাধীন স্বত্তা আমার স্বাধীনতা হরণ করলে তুমি অপর এক সরল রেখার উপর দাঁড় করিয়ে আমায় এক নতুন নামে ডাকলে আমি হলাম পরনির্ভরশীল, হলাম লম্ব আমি কষ্ট পেলাম, হলাম ব্যাথাতুর। নিরাভরন আমি এই সরল রেখা চলায় বলায় সহজ এবং নিরহংকার কিন্তু স্কেল আর পেন্সিলের সাহায্যে আমায় বাঁকিয়ে করলে ত্রিভুজ চতুর্ভুজ, আমি প্রতিবাদ করলাম না। শুধু বিন্দু থেকে বৃত্ত সরলরেখা থেকে লম্ব, লম্ব থেকে ত্রিভুজ-চতুর্ভুজ করেই ক্ষান্ত হলেনা তুমি আমার মাঝে আরো জটিলতা সৃষ্টি করলে, করলে সমদ্বিবাহু,বিষমবাহু, ট্রাপিজিয়াম। অত:পর তোমার জ্যামিতি জ্যামিতি খেলা শেষ হলো তুমি রাবার দিয়ে কাগজের বুক থেকে মুছে দিলে পেন্সিলের সমস্ত চিহ্ন আমার অস্তিত্ব হলো কলংকময়,নিষ্প্রভ এ কেমনতর খেলা হে বন্ধু তোমার ! এ কেমনতর খেলা !!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।