আমাদের কথা খুঁজে নিন

   

ক্যাকটাস তুমি কেঁদো না, যীশুর মুকুটে কাঁটা!

আমি কইলাম মরিনাই; বুকের আগুনও নেভে নাই, কসম ক্ষুধিরামের। খালি কয়দিন ধইরা কর্পোরেট ভন্ডামিতে ডুইবা আছি আপাদমস্তক! কমরেড, মিছিল আইলে একটা টোকা দিয়া যাইয়েন।

গ্রীক মীথলজি আমার খুব প্রিয় একটা বিষয়। ঘটনা গুলো এত গভীর আর পরিব্যাপ্ত যে বুকের ভেতরে গেঁথে যায়। ফিনিক্স পাখির গল্পটাও তেমনি অদ্ভুত রকম সমৃদ্ধ।

অন্তত আমাকে প্রায়ই যুদ্ধক্ষেত্রে ঠিক ঠিক ফেরত পাঠিয়েছে গল্পটা। মানুষ মানেই হলো সংশপ্তক। মানুষ কখনই হেরে যেতে পারেনা, হেরে যাওয়াটা ঠিক মানুষের কাজ নয়। অনিবার্য ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়ে শুধু মানুষই পারে নতুন স্বপ্ন দেখতে, উঠে দাঁড়াতে, আড়মোড়া ভেঙ্গে ফের ঝাঁপিয়ে পরতে। আপনি মানুষ, আপনারা মানুষ।

তাই বাহবা দিতে চাছ্ছিনা আমি মোটেও, কারণ মানুষ হিসেবে এ ছাড়া আর কিই বা আপনারা করতে পারতেন বলুন? হেরে তো আর যাওয়া সম্ভব নয়, তাইনা? মানুষ কি হারতে পারে? কোনদিন শুনেছেন মানুষ হেরে গিয়েছে? পরাজিত হয়েছে? অসম্ভব! আপনারা উঠে দাঁড়িয়েছেন ঠিক মানুষের মতন করে, যেই উঠে দাঁড়ানো দেখে গোলাপের ঝাড় থেকে নুয়ে পরা ডালটিও হঠাৎ সোজা হয়ে দাঁড়াবার অনুপ্রেরণা পায়। এবার আপনিই বলুন, আপনাকে বিশেষ করে অভিনন্দন জানানোর কি আদৌ কিছু আছে? প্রিয় এন.এইচ.আর, ভাল থাকুন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।