আমাদের কথা খুঁজে নিন

   

বিডিনিউজ ২৪ এর খবরঃ ডব্লিউএফপি'র বিস্কুট খেয়ে খাগড়াছড়িতে ৪শ' শিক্ষার্থী অসুস্থ


খাগড়াছড়ি পার্বত্য জেলায় সোমবার সকালে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) বিতরণ করা বিস্কুট খেয়ে অন্তত ৪২৮ জন স্কুল শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। দুর্গম মহালছড়ি ও লক্ষীছড়ি উপজেলায় এ ঘটনা ঘটেছে। অসুস্থদের মধ্যে বেশ কয়েকজনকে লক্ষ্মীছড়ি, মানিকছড়ি ও মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কয়েকজনকে পাঠানো হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অসুস্থ শিক্ষার্থীরা পেটের পীড়ায় আক্রান্ত।

তাদের পাতলা পায়খানা হচ্ছে। " লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান রাম্রাচায় চৌধুরী বলেন, উপজেলার মংহাপাড়া, যতীন্দ্রপাড়া, দেবলছড়ি ও ঝাড়লছড়িতে বেশি আক্রান্ত হয়েছে। ঘটনা জানার পর জেলা সিভিল সার্জন, জেলা প্রশাসক সার্বিক মো. খলিলুর রহমান, পার্বত্য জেলা পরিষদ সুইথি কারবারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। ডব্লিউএফপি 'স্কুল ফিডিং প্রোগ্রাম' এর আওতায় দেশের বিভিন্ন স্থানের মতো পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় শিশুদের পুষ্টি নিশ্চিত করতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পুষ্টিকর বিস্কুট বিতরণ করে। কাবিদাং নামের স্থানীয় একটি বেসরকারি সংস্থা (এনজিও) এ কাজে ডব্লিউএফপি'র সহযোগী হিসেবে কাজ করছে।

সুত্রঃ
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.