আমাদের কথা খুঁজে নিন

   

যায়যায়দিনের কি চরিত্রের পরিবর্তন ঘটেছে ?

ধন্যবাদ

ইদানিং আমরা দেখতে পাচ্ছি যাযাদি বাম চিন্তা ধারার ক্ষেত্রে সমকাল সংবাদ পত্রিকা ছাড়িয়ে কয়েক ধাপ এগিয়ে গিয়েছে। যার বাস্তব নজির হিসাবে আমরা দেখতে পাচ্ছি তারা ধারাবাহিক ভাবে ইসলামপন্থীদের বিরুদ্ধে বিভিন্ন কল্পিত বানোয়াট খবর প্রকাশ করছে। যে পত্রিকাটির যাত্রা শুরু হয়েছিল এ দেশের স্বনামধন্য সাংবদিক শফিক রেহমান হাত দিয়ে। এই পত্রিকাতেই বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমান কে নিয়ে বিভিন্ন লেখা ছাপা হত । দুঃখজনকভাবে পত্রিকাটির মালিকানা পরিবর্তনের সাথে সাথে এই পত্রিকাটিই গতবছর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জিয়া সম্পর্কে অত্যন্ত নেতিবাচক কলাম প্রকাশ করে।

হায়রে পত্রিকা! হায়রে সাংবাদিক !!হায়রে কলামিস্ট!!! এই আমাদের সংবাদপত্রের চিত্র! এখন বাম রাম ধারার কলামিস্টদের লেখনী ব্যাপকভাবে প্রকাশ করা হচ্ছে। যারা ইতিপূর্বে অধুনাবিলুপ্ত আজকের কাগজে লেখালেখি করত। এই সব তথাকথিত বুদ্ধজীবীরা বাংলাদেশের সর্বনাশ করার জন্য যথেষ্ট। মার্কিন সাম্রাজ্যবাদের ধারক বাহক ভারতের র’ এর এজেন্ট হিসাবে তারা বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত প্রচারণা চালিয়ে। আর প্রকৃত দেশপ্রেমিক জনতার চরিত্র হরনে দিনরাত ব্যতিবস্ত ।

অথচ ভারতে টিপিআই বাধের বিরুদ্ধে তাদের কোনো কলাম চোখে পড়েনি। আমরা পরিস্কারভাবে বলতে চাই এদেশে প্রকৃত দেশপ্রেমিক বলে যদি কেউ থাকে তাহলে তারা ইসলামের অনুসারী সবচেয়ে বেশি দেশপ্রেমিক। আর যারা কৃত্রিমভাবে নিজেদের কে দেশপ্রেমিক সাজাতে চায় তারা মূলত তাদের আখের গোছাতে ব্যস্ত। ভন্ড দেশপ্রেমের মূখোশ পরে তারা মানুষ কে তারা ধোকা দিতে চায়। তারা দেশের তথাকথিত সেবক সেজে রাষ্ট্রের কাছে বিভিন্ন সম্মাননা দাবী করে।

বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার আশায় চিৎকার চেচামেছি করে। মিডিয়ার কাছে তারা দেশপ্রেমিক বলে প্রচার করার জন্য কান্নাকাটি করে। অথচ প্রকৃত দেশপ্রেমিক নিঃসার্থভাবে নিরবে দেশের পক্ষে কাজ করে যায়। তারা কোন কিছূ পাওয়ার আশায় মায়াকান্না করে না। আমি দেশের একটি বহুল প্রচারিত জাতীয় দৈনিক হিসাবে যাযাদিকে বলব উদ্দেশ্যমূলকভাবে সংবাদ পরিবেশন বন্ধ করুন।

এদেশের ১৫ কোটি মুসলিম জনতার বিশ্বাস মূল্যবোধের পরিপন্থি কোন তথ্য সংবাদ পরিবেশন করবেন না। ইসলামপন্থি তথা ইসলাম বিরোধী কোন কলাম প্রকাশ করবেন না। নতুবা এই সব ভন্ড বুদ্ধিজীবী আজকের কাজগের মত আপনার পত্রিকার সর্বনাশ ডেকে আনবে। আর আপনার এও ভুলবেন এদেশের মানুষ ইসলামপ্রিয়। এটা কোন ক্রমেই সাম্প্রদায়িক নয়।

কারণ ইসলাম কোন বিশেষ গোষ্ঠীর জীবন ব্যবস্থা নয়। এ ইসলাম আল্লাহ মনোনীত সকল মানবজাতীর জন্য। আর সকল মানবজাতীকে তিনি সৃষ্টি করেছেন। তারঁই সৃষ্টি সূর্য দ্বারা যেমন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকলেই উপকৃত হয় তেমনি ইসলাম প্রতিষ্ঠা সকল শ্রেণী উপকৃত হবে। ইসলামই একমাত্র জীবন দর্শন যা সম্পূর্ণ অসাম্প্রদায়িক।

আল্লাহ আমাদের কল্যানের পথে পরিচালিত করুণ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.