আমাদের কথা খুঁজে নিন

   

সাম্প্রদায়িক সম্প্রীতি



দেশ স্বাধীন হওয়ার পর থেকে রাজনৈতিক দলের নেতাদের মুখে যে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা শুনে আসছি, বাস্তবে তার প্রয়োগ এখনও অনুপস্থিত। যে দেশের স্বাধীনতা যুদ্ধে সবার সাথে হিন্দুরাও অংশ গ্রহণ করলো, যে দেশের স্বাধীনতা যুদ্ধের কারণে সে তার বাবা, মা, ভাই, বোন সহ নিকট আত্মীয়-স্বজনকে হারালো, সে দেশে তার সম্পত্তি তারই অজ্ঞাতসারে উপর মহলের ইঙ্গিতে নীচের তহশীলদার ও সেটেলম্যান্ট অফিসারের কলমের খোঁচায় শত্রু সম্পত্তি হয়ে যায়। যে দেশের স্বাধীনতা যুদ্ধে সে সর্বস্বান্ত হয়েছে, সে দেশে ধর্মান্ধ গোষ্ঠীর কারণে ইসলামকে রাষ্ট্রধর্মের রূপ দিয়ে তার নাগরিকত্বকেও প্রশ্নবিদ্ধ করা হয়। তারই নিজের দেশ বলে খ্যাত এতদিনের পরিচিত স্বদেশ কেন জানি রাতারাতি অপরিচিত বনে যায়। তার ধর্মীয় অনুষ্ঠানের মাইক বন্ধ করে দিতে হয় পাছে ঐ মাইকের শব্দে ইসলাম বিপন্ন হয়ে পড়ে। এটাই কি সাম্প্রদায়িক সম্প্রীতি ? আর কতকাল রাজনৈতিক নেতারা এমনভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে মিথ্যাচার করে যাবেন, কেউ কি বলতে পারেন ? নানক সেন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.