আমাদের কথা খুঁজে নিন

   

কাউরে মালাউন কইলে হই সাম্প্রদায়িক। বাউলদের বিরুদ্ধে কিছু কইলেই হই সাম্প্রদায়িক। কিন্তু তেনা প্যাচানো সেই যুক্তিবাদিরা যখন সাম্প্রদায়িকতা ছড়ায় তখন কোথায় থাকে সেই অসাম্প্রদায়িক সু-শীলরা??

সকল প্রসংশা আল্লাহর জন্য। আমার চলমান মেইল এড্রেস ঃ shimantodhk2010@gmail.com , নাস্তিকরা মানবতার মহান বানী ছড়ান। উনারা মানবতায় বিশ্বাসী, উম্মুক্ত বুদ্ধি চর্চায় বিশ্বাসী। বাহ! আজকে মডারেশনের অনেক নমুনা দেখলাম। সু-শিলদের ভন্ডামীর নমুনার আরেক ধাপ উন্নতির নমুনা দেখলাম।

বাউলদের বিরুদ্ধে কিছুই বলা যাবে না। কারন এটাতে সাম্প্রদায়িকতার বহিপ্রকাশ। বাউলরা ইসলাম বিরোধী যতো কছুই করুক। তাদের বিরুদ্ধে প্রতিবাদ করলেই সাম্প্রদায়িকতার গন্ধ খুজে পান কিছু মানব দরদী ছুঃ-শীল। অনেক ক্ষেত্রেই মৌলবাদী ট্যাগিং খাইতে হয়।

মুসলমানদের পোষাক-আশাক-আচার-ব্যাবহার নিয়া কেউ বাজে কমেন্ট করলে কোনো জবাব দেয়া যাবে না। কারন এটাতে সাম্প্রদায়িকতা হয় না। কিন্তু হিন্দুদের কালচার মিথ্যা কু-সংস্কার নিয়া কিছু বলাই যাবে না। এটাতে সংখ্যা লঘুদের চরম মানবাধিকার লঙ্ঘন হয়। মালাউন একটি সাম্প্রদায়িক শব্দ।

হিন্দু নাস্তিকদের মালাউন বলা যাবে না। ওরা হিন্দু- নাস্তিক তাই ইসলাম জানে না। কিন্তু না জেনে কোনো মন্তব্য করলে তাদের মালাউন বলা অন্যায়। কারন মালাউন সাম্প্রদায়িক শব্দ। আজকে আরেকজনের পোস্ট দেইখা মাথায় রক্ত উইঠা গেছিলো।

অনেক কস্টে নিজেকে সামলাইলাম। শু-শীল গং নিয়া বেশি কিছু বলার নাই, কিন্তু পক্ষপাত দুস্ট মডারেশন নিয়ে আমার কিছু বলার ছিলো। পোস্টের লিঙ্ক ঃ Click This Link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.