আমাদের কথা খুঁজে নিন

   

এটাই এর শিরোনাম

ভাবছি শুধু ভাবতে গিয়ে ভাবতে বসে ভাবতে ভাবতে...

প্রতিটা দিন শুরু হয় গভীর থেকে গহীন অরণ্যের স্বাদ-গ্রন্থিতে বেপরোয়া অযাচিত তিতকুটে অনুভূতির ভেতর দিয়ে। । প্রতিটা দিন অতিক্রান্ত হয় অস্থিরতা, ভীতিকর উত্তেজনা, আর ছটফট করতে থাকা ভাবুক পাখিটার অসহায়ত্বের অনুভূতির মধ্য দিয়ে। । সূর্যের আলোকিত করার ব্যস্ত মুহূর্তগুলো যখন আরো ব্যস্ত, আমি পড়ে থাকি তখনও মৃত, স্পন্দনহীন-অসাড়।

। প্রতিটা দিন আমার কাছে আমারই একেকটি মৃত্যুদিবস, জন্ম নিয়ে চোখ খুলেই মৃত্যুকে বরণ করি আমি। । শব্দের পিঠে শব্দ সাজিয়ে যখন লিখে চলেছি শিরোনামহীন দিন-কাব্য, মৃত-মুমূর্ষ আমি তখনও একটু বেশিই বোধকরি। ।

"এখন কী হবে" কিংবা, "কোথায় যাবো এখন" অথবা, "আহা, থাক না", প্রয়োজন বোধ করি না এতটুকুও ভাবার, এতোটা নই, হলেও জানি। । আমিত্ব আমার কাছে উপেক্ষিত হয়ে তাই আমারই পিঠে এঁকে যায়, নির্দয় চাবুকের তুলিতে তোমাদের মুখচ্ছবি। ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.