আমাদের কথা খুঁজে নিন

   

আইলা আইলো-রে

::::: দেখবো এবার জগতটাকে :::::
ঘূর্নীঝর আইলা (AILA) আসতেছে। সাগরে একটা নিম্নচাপ তৈরি হয়েছে। এর প্রভাবে সারাদেশে কয়েকদিন ধরে মেঘলা আকাশ আর ছিচকাদুনে কান্না কাটি। ক্রমেই এটা কান্না কাটি বাদ দিয়ে পাওয়ার পাচ্ছে। সহসাই ঘুর্নীঝর হিসাবে আইলা মেইনল্যান্ডে আসছে লাফাতে লাফাতে।

মজার ব্যাপার আগামী সপ্তাহে একটা পূর্ণীমা আছে (৭তারিখে)। সাগরে বসে সামুদ্রিক ঝর দেখার তুলনা আর কিছুতেই হয় না। বিশাল বিশাল ঢেউ, বুক কাঁপে। মনে হয় মত্ত দমকা হাওয়ার মাতলামী সবকিছু ভেঙ্গে চুড়ে একাকার করে দেবে। আর মেঝে যখন মেঘের ফাক দিয়ে মাথা খারাপ করা চাঁদটা দেখা যায় তখন তার তুলনা করার সামর্থ আমার নেই।

সাগরে পূর্নীমা দেখেছিলাম। কিন্তু সাগর যখন উত্তাল থাকে সেই পূর্নীমা যে কতো ভয়ঙ্কর সুন্দর হয় সেটা যারা দেখেন নি তাদের কাছে গল্প করা বৃথা। সাগরে চাঁদের রিফ্লেকশানটা বাদ দেই পূর্নীমার প্রভাবে যেই মারাত্মক একটা উত্তাল জোয়ার তৈরি হয় সেটা সারাজীবন ধরে গল্প করার মতো। ঝর বাদলের দিনে বঙ্গোপসাগরের স্বর্নদ্বীপ সেন্ট মার্টিন্স আইল্যান্ডে পূর্নীমা উদযাপনের প্ল্যান করেছে এডভেঞ্চার ক্লাব ভ্রমন বাংলাদেশ। সৌভাগ্যের বিষয় বিনা দাওয়াতে আমাদের সাথে ঘূর্ণীঝর আইলাও চলে আইলো।

আইলা আমাদের চিফ গেস্ট। সেন্টমার্টিনে বর্ষায় পূর্নীমা উদযাপন পোগ্রামের মুল আকর্ষন হিসাবে চাঁদের আলয় আইলার উদ্দাম নৃত্য। আমরা যাত্রা করবো ঢাকা থেকে ৪তারিখ রাতে। ঢাকায় ফিরবো ৯তারিখে। আগ্রহীরা ক্লিক করতে পারেনঃ Click This Link যোগাযোগঃ রাব্বী ভাইঃ০৭১৩০৩৭৭১৬
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।