আমাদের কথা খুঁজে নিন

   

সুসংবাদ, ৩টি - ব্যক্তিগত হলেও অনেক আনন্দের, ঠিক ছবিটার মতোই.....

"বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না। "শিহরণে সত্তায় তুমি, হে আমার জন্মভূমি"

এই ছবিটার মতোই খুব আনন্দে আছি আজ। অনেকগুলো সুসংবাদ আজ আমার কাছে। ১. মনে আছে ব্লগাররা কিভাবে তুমিনের জন্যে দোয়া করেছিলেন? Click This Link Click This Link Click This Link Click This Link তুমিন এখন বিপদমুক্ত। ২বছর হয়ে গেল।

তুমিনকে এখন শুধু নিয়ম করে হাসপাতালে হাজিরা দিতে হয়। আর কোন আশংকা আপাতত নেই। নিয়মিত স্কুলে যায়। দেখতে এখন একদম কাশ্মিরী বাচ্চাদের মতো হয়েছে। কি যে ভালো লাগে গুল্লুটাকে দেখতে! আপনাদের সবার দোয়ায় ভালোবাসায়, নিজের স্বজনদের অক্লান্ত পরিশ্রমে সর্বোপরী পরম করুণাময়ের অপার লীলায় তুমিন সোনা আবার সুস্থতার দ্বারপ্রান্তে।

২. ব্লগাররা আমার এ বিপদে বুক দিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন। বিদেশে আমার এক বান্ধবীকে তার বর মেরে একবারে খানখান করে দিয়েছিলো। ধারাবাহিক সেই নির্যাতন থেকে সেই দেশের পুলিশ বাচ্চাসহ আমার বান্ধবীকে উদ্ধার করে তাদের জিম্মায় নিয়ে যায়। তাকে আশ্রয় দেয়। পুলিশ বাদী হয়ে কেস করে।

কিন্তু বান্ধবীর বর বাংলাদেশ থেকে কার আত্মীয়দের সহায়তায় বান্ধবীর চরিত্র হনন করার মতো কিছু ডকুমেন্ট তৈরী করে নিয়ে যায়। কোন জালিয়াতিই কাজে লাগেনি। কেসে সেই নির্যাতনকারীর ভরাডুবি হয়েছে। আমার বান্ধবীর যে হাতটা মেরে অকেজো করে দেয়া হয়েছিলো, সে হাতটা এখন ভালো হয়েছে, যদিও একবছর সময় লেগেছে। ও এখন আহত চোখটাতেও দেখতে পায়।

সেই দেশের সরকার ওকে একটা জব দিয়েছে, থাকার জায়গা দিয়েছে। নির্যাতনকারীর স্কলারশিপ বাতিল করেছে এবং দেশে সংশ্লিষ্ট ভার্সিটিতে আবেদন পাঠাচ্ছে যেন তার শিক্ষকতার যোগ্যতাও হরিত হয়। ও , নির্যাতনকারীর সাত বছরের সশ্রম কারাদন্ড হওয়া একেবারে নিশ্চিত। ৩. লেটেস্ট আপডেট "আমাদের ফোনের" Click This Link ছোটবেলায় পড়া তিন গোয়েন্দার ভূত থেকে ভূতে পদ্ধতি কাজে লাগালাম। বন্ধুদের জানালাম আমার অবস্থার কথা।

এক এক্স কলিগ তার ছোটবেলার ক্লাসমেটের সন্ধান পেল যার কাজিন উত্তরা টেলিটক অফিসে আছে। সেখানে গেলাম আবার। আজ আমার বেজায় খাতির। কোন কাগজ না থাকা সত্তেও শুধু নিজের ভোটার আইডির কপি এবং ভিজিটিং কার্ড দিয়ে নিজের নামে খালার বা অন্য যার নামেই থাকুক সিম সেটা নিয়ে এলাম। জয়তু রিলেশনশিপের দুনিয়া।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।