আমাদের কথা খুঁজে নিন

   

জানোয়ারের প্রতিকৃতি

জীবন যেখানে থমকে দাঁড়ায় কবিতারা সেখানে উপছে পড়ে বাঁধ ভাঙা জোয়ারে....

’বাবা জানোয়ার কাকে বলে? খুব কচি বয়সে যখন সবে মাত্র দেখে দেখে উচ্চারন করা শিখেছিলাম। তখনই একদিন মুক্তিযুদ্ধ ও মানুষের গল্প পড়তে পড়তে প্রশ্নটা করেছিলাম বাবাকে। বর্ণের পাশে বর্ণ মিলিয়ে কষ্টে উচ্চারিত শব্দগুলো সেতারের ছেড়া তারে আছড়ে পড়ে বাবার কানে বাজছিল হয়তবা। চমকে উঠলেন বাবা- একটু মৃদৃ হেসে অনেকটা পান্ডিত্যের সাথে বললেন- জানোয়ার বলে বন্য হিংস্র শ্বাপদগুলাকে’। ‘বাবা তাহলে যুদ্ধটা কাদের সাথে হলো? কচি বয়সে দ্বিতীয় প্রশ্নের জবাবে পেলাম- মানুষ! ভীষণ দ্বিধাগ্রস্থ হয়ে নিজের বিপক্ষে দাড়ালাম মানুষ কি জানোয়ার হয়? তারপর বহু বছর কেটে গেছে স্বৈরশাষকের জগদ্দল পাথর সরিয়ে গণতন্ত্রের উত্তরীয় গায়ে দেশ এগিয়ে যাচ্ছে তখন বুঝতে পারি- মানুষ ও জানোয়ারে কতটুকু পার্থক্য হয় বা হতে পারে? পৈতা- উত্তরীয়, দাড়ি-টুপি আর ক্রুসবিদ্ধ যিশুর প্রতীক ঝুলালেই জানোয়ার কখনো মানুষ হয়না আগেও যেমন হয়নি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.