আমাদের কথা খুঁজে নিন

   

একটি নারীবাদি !!??? লিখা

মানুষ পরাজিত হতে পারে কিন্তু কখনো ধ্বংস হয় না। - আর্নষ্ট হেমিংওয়ে

কোন সংসারে নারীরা বেশি উপার্জন করলে পুরুষরা একরম জেলাসীতে ভুগে বা তাদের ইজ্জতে লাগে। ষাধারণত পরিবার থাইকা সবাই মায়ারে বিয়া দিতে চায় প্রতিষ্ঠিত(ঠ্যাকা পয়সা ওয়ালা) পোলার লগে, আর পোলারে বিয়া দিতে চায় কমবয়সী সুন্দরী মায়ার লগে। প্রতিষ্ঠিত পোলারাও কর্মজীবি হার্ড বয়স্ক/সমবয়সী মায়াগো চাইতে কচি মায়ায় বেশি পছন্দ করে। আমগো অধিকাংস পরিবার পিতৃতান্ত্রিক (বাপে ডমিনেট করে)।

কাহিনী কিতা মায়ের চাইতে বাপের ইনকাম বেশি। আমগো সমাজের প্রচলিত ধারণা এমুন যে স্বামীরা মেয়েদের ভরন পোষন চালাইবো। মায়াগো বিলাস দ্রব্যের আবদার মিটাইবো এবং নিরাপত্তা দিবো। সো তাগো ইনকাম দেখতে হইবো। এবং অনেক মেয়েরাও এইটাতে বিশ্বাসী বা পরিবার থেকে তাদের মাঝে একটা ধারণা তৈরী কইরা দেয়া হয় যে ট্যাকা ওয়ালা লুকের লগে বিয়া না হলে লাইফ শেষ।

কিন্তু শপিং মলগুলাতে মেদবহুল আন্টিদের কস্টার্জিত নড়াচড়া দেইখা আমার খুব মায়া লাগে। এমন কি খুব ভাল বিদুষী রমনীদেরকেও এই কইয়া হা হুতাশ করতে যে তার চেহারা খারাপ সো তার ভালা বিয়া হইবো না এবং ধুমায়া ফেয়ার এন্ড লাভলী মাখতে দেখছি। অনেকেই আধুনিকারে কলেজ,ভার্সিটি লাইফ খুব স্বাধীনভাবে পার কইরা আইসা (স্নাতক শেষ বর্ষে বা মেষ কইরা)কাস্টমস-এর পেটমোটা মোচুয়া ঘুষখোরের সাথে হৃষ্টচিত্তে বিবাব বসতে দেখছি। অর্থনৈতিক নিরাপত্তা মেয়েরা বেশি চায় এবং ফ্রিতে এবং দ্রুত। এইটা মায়াগো দোষ না, আমগো বাপ চাচাদের দুষ।

সমাজের দুষ। মায়ারা বাসে চড়তে পারে না, গাড়ি লাগে। আমরা মায়াগো আভিজাত্য মাপি সুনার গয়না দিয়া, দামী শাড়ি দিয়া, কার হাসবেন্ড কই জব করে সেইটা দিয়া। সো পুরুষের চাইতে মায়াগো ট্যাকার দরকার বেশি। আর অধিকাংশ মায়াগো ক্যারিয়ার নিয়া স্ট্রাগল করার চাইতে হেডেক থাকে তারে ভালো প্রতিস্ঠিত পোলার লগে বিয়া বইতে হইবো (ফরেন/প্রবাসী হইলে তো কথাই নাই, পরিবার মায়ার নাকমুখ বাইন্দা বিয়াতে বসায় দিবো)।

এর লাইগাই বোধ হয় আমাদের উপমহাদেশে সৌন্দর্যবর্ধক পণ্যের প্রচারণা খুব ভালো চইলা আসতাছে। যেমুন অপুষ্টিগ্রস্থ দেশ দেইখা বিদেশী বেনিয়া নেসলে, হললিক্স বাচ্চাগো লাইগা পুষ্টি বেচতে আহে, আমগো বাচ্চাদের লম্বা বানাইবো, সার্পার করবো। নারীরা ক্ষেপতে পারেণ, তবে মায়াগো বিয়া নির্ভরশীলতা কনসেপ্ট পরিবর্তন না হইলে শুধুমাত্র সমঅধিকার বইরা চিল্লাইলে লাভ হইতো না। শেয়ার বা ভাগাভাগি বইলা কোন কনসেপ্ট আমগো ফ্যামিলি থাইকা শিখানো হয় না। সবই রেডিমেট চাই আমরা।

নিজেরা একত্রে গইড়া তোলার আনন্দে নাজিল হইতে নারাজ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.