আমাদের কথা খুঁজে নিন

   

একটি পিয়ানো রাত



আমার কাছে পিয়ানো আর রাত সমার্থক অনেকটাই। পিয়ানোতে মানুষের মনের কথাটি কত গভীর করে প্রকাশ করা যায় মোৎসার্ট, বিথোভেন এর কম্পোজিশন গুলো শুনলে অনুভব করা যায়। প্রায় রাতেই পিয়ানোর মূর্ছনাতে হারিয়ে যেতে দোষ কোথায়? আজ মোৎসার্ট নয়, শুনছি অন্য কম্পোজারদের সৃষ্টি। চপিন ওয়াল্টজ এর নকটার্ন তো রাতেরই জন্যে। আমেরিকান কম্পোজার এবং পিয়ানিস্ট লোয়েল লিবারম্যানের এই কম্পোজিশনটি শুনে চোখ বন্ধ করলে যেন সাগরপাড়ে চলে যাই।

ক্লড ডিবাসির "ক্লেয়ার ডি লিউন" শোনেনি এমন মানুষ বোধকরি খুব বেশি নেই। পিয়ানোর কথা বললাম আর পিয়ানো ম্যান বিলি জোয়েল এর এই গানটার কথা না বললেই নয়। ডেভিড হিকেন্স এর "ফ্রানসেসকা" শুনতে শুনতে প্রায় রাতেই ঘুমের রাজ্যে ডুব দেই। অস্ট্রেলিয়ান ক্লাসিক্যাল পিয়ানিস্ট ফিওনা জয় হকিন্সের "ফ্রম দ্যা আউটসাইড" চোখে যেন একটা ঝর্ণার ছবি এঁকে দেয়। নাহ, পারলাম না।

মোৎসার্ট চলেই এল। সমুদ্র আর সুর এক হয়ে গেল। বুঝতে পারি সুখ আর দুঃখের মাঝের রেখাটি খুব সূক্ষ্ম। এ যেন স্মৃতির সাগরে ডুব দেয়া। আর সাথে যদি সমু্দ্রের গর্জন সঙ্গী হয় তাহলে সুরের ভুবনে হারিয়ে গেলে কেউ কি পারবে আমায় আটকে রাখতে? এরপরও যাদের ঘুম আসছেনা, তাদের জন্যে এই ঘুমপাড়ানি লুলাবি।

রাত আসুক তার সবটুকু সৌন্দর্য নিয়ে এ কামনা সবার জন্যে। শুভরাত্রি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.