আমাদের কথা খুঁজে নিন

   

অসন্তোষ বনাম হত্যাকান্ড।

দেহটা প্রবাসে,আর মন স্বদেশে। যেখানে আমার জন্ম,বেড়ে উঠা সর্বোপরি আমার মাতৃভূমি ওহে বাংলাদেশ,যতদিন বেঁচে থাকি যেন তোমাকে ভালবেসে যেতে পারি। প্রার্থনা করি বিধাতার কাছে তুই যেন তোর সন্তানদের আগলে রাখতে পারিস প্রতিবেশীর ষড়যন্ত্র থেকে। দীর্ঘজীবি হোক বাংলাদেশ

ধর্ম,বর্ণ,জাতি,গোষ্টী বা ছোট বড় সব স্থানেই বৈষম্য। সবল কর্তক দুর্বলের প্রতি অত্যাচার নির্যাতন শাসন,শোষন, হত্যা,রাহজানী,লুট ছিনতাই এইসবের কারনে যেরা দীর্ঘদিন অবহেলিত থাকে।

পারে না তাদের অধিকারের কথা বলতে,জানাতে পারে না তাদের চাওয়া পাওয়া পরিনামে নিজেদের মধ্যে দেখা দেয় অসন্তোষ। আর অসন্তোষ থেকে সৃষ্টী হয় অধিকার আদায়ের আন্দোলন। আন্দোলন করতে নামলেই শুরু হয় জঘন্যতম হত্যাকান্ড । আর এই হত্যাযজ্ঞের সময় মাথায় থাকেনা কে কত বড়,কোন ধর্মের,নারী না পুরূষ,যুবক না বৃদ্ধ। অসন্তোস একদিনে সৃষ্টি হয় না কিন্তূ হত্যাকান্ড সৃষ্টি হয় চোখের পলকে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.