আমাদের কথা খুঁজে নিন

   

একটি *.tar.gz file কে *.deb রুপান্তরিত করা

উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা

লিনাক্সে তথা উন্মুক্ত গদি সফ্টওয়্যরে প্রচুর পরিমানে সফ্টওয়্যর নথি পাওয়া যায় যার বর্ধিত অক্ষর গুলো *.tar.gz । এগুলো লিনাক্সে স্থাপন করতে গেলে আদেশ লাইনে কাজ করতে হয়। কিন্তু সেই সফটওয়্যর স্থাপন হয়ে গেলে লিনাক্সের নথি ব্যবস্থাপনা র ভাল ধারনা না হলে ঐ সফ্টওয়্যর আর খুঁজে পাওয়া যায় না। চালু করতে হয় আদেশ জানালায় আদেশ লাইনে অক্ষর লিখে "এন্টার" বোতাম চাপ দিয়ে। ওটা অস্থাপন (uninstall) করা বিরাট একটা সমস্যা। একটি *.tar.gz file কে *.deb রুপান্তরিত করা সম্ভব। তা হলে উবুন্টুতে ওটার নজর রাখা সম্ভব, মেনুর তালিকায় ঐ সফ্টওয়্যর দেখা যাবে এবং প্রয়োজন বোধে ওটা অস্থাপন করা সম্ভব সহজেই। নিচে ঐ নিয়মের কিছু পদ্ধতি উল্লেখ করা হোল, বিস্তারিত লিংকে br /> If you download the source (*.tar.gz টাইপের নথি) and compile it yourself use checkinstall instead of make install. checkinstall will make a .deb file so Synaptic can handle it (for easy removal later etc. etc.). sudo apt-get install checkinstall so when you compile from source, use checkinstall... ./configure make sudo checkinstall লিংকসমূহ ১। ফোরাম আলোচনা ২। "চেকইনস্টল"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.