আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয় হো চি মিন, শুভ জন্মদিন

জানতে ও জানাতে ভাল লাগে

ভিয়েতনামের অবিসংবাদিত নেতা হো চি মিন এর জন্ম ১৮৯০ সালের আজকের দিনে (১৯ মে)। ফ্রান্সের না এনসিএন প্রদেশে। কিছুকাল ফ্রান্সে অবস্থানের পর বাবা মার সাথে চলে আসেন ভিয়েতনামে। ১৯১১ সালে ২১ বছর বয়সে পুনরায় ফ্রান্সে যান পড়তে। ফ্রেঞ্চ কলোনিয়াল এডমিনিস্ট্রেটিভ স্কুল তার ভর্তির আবেদন বাতিল করলে কাজ নেন ক্লিনার ও ওয়েটারের।

অবসরে পড়তেন ইতিহাস বই ও সংবাদপত্র। উদ্দেশ্য পশ্চিমা সমাজ ও রাজনীতির সঙ্গে পরিচিত হওয়া। পরবর্তীতে ভিয়েতনামের স্বাধীনতার লক্ষ্যে সেই ফ্রান্সের বিরুদ্ধেই আন্দোলন শুরু করেন তিনি। দেশকে স্বাধীন করেন। ১৯৪৬ থেকে ১৯৫৫ সাল পর্যন্ত ভিয়েতনামের প্রধানমন্ত্রী ও ১৯৫৬ থেকে ১৯৬৯ পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন।

সফল নেতৃত্বের জন্য টাইম ম্যাগাজিনের প্রভাবশালী একশ' ব্যক্তিত্বের অন্যতম ছিলেন হো। হো এর নাম অনুসারে ভিয়েতনামের সাবেক রাজধানী সায়গনের নাম পরিবর্তন করে রাখা হয় হো চি মিন সিটি। হো এর পিতা ছিলেন কনফুসিয় পন্ডিত ও ম্যাজিস্ট্রেট। মানুষের অধিকারের পক্ষে আজীবন কথা বলেছেন হো। প্রিয় হো চি মিন পরলোক গমন করেন ১৯৬৯ সালের ২ সেপ্টেম্বর, হ্যানয়ে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.