আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা ব্লগিং টিউটোরিয়াল: বাস্তবায়ন পর্যায়

এই পথ যদি না শেষ হয় . . .

আপনি অনেক দিন ধরে ভাবছেন কিভাবে একটি পূর্নাঙ্গ বাংলা ব্লগ করা যায়। নিজের ডোমেইন সহ বাংলা ব্লগিং এর প্রথম পর্যায় থেকে একটি পূর্নাঙ্গ ব্লগ তৈরী করার প্রক্রিয়া টিউটোরিয়াল আকারে আমার ব্লগ বাংলায় প্রকাশ করছি। আপনি যদি সম্পূর্ন বিনাপয়সায় আপনার নিজের ব্লগ করতে চান তবে এখনই শুরু করুন বাংলা ব্লগিং এর প্রথম ধাপ পরিকল্পনা থেকে। টিউটোরিয়ালগুলো হলো পর্যায়ক্রমে: ১) বাংলা ব্লগিং এর প্রথম ধাপ-পরিকল্পনা ২) কোন ব্লগ প্লাটফর্মটি আপনার জন্য উপযুক্ত? ৩) ব্লগিং করতে গেলে যেসব সফ্টওয়ার আপনার লাগবে ৪) আমাদের স্বপ্নের বাস্তবায়ন:co.cc এ ডোমেইন রেজিস্টেশন ৫) ফ্রি ওয়েব সার্ভারে রেজিস্টেশন ৬) ডোমেইন সেটআপ আমি এর আগের পোস্টে বলেছিলাম আমি আমার টিউটোরিয়ালকে তিনটি পর্যায়ে ভাগ করেছি। ১) পরিকল্পনা ২) বাস্তবায়ন ৩) উন্নয়ন।

আমার টিউটোরিয়ালের প্রথম পর্যায় শেষ হয়েছে। এখন আমার টিউটোরিয়ালের দ্বিতীয় ধাপ বাস্তবায়ন চলছে। কিভাবে আপনি আপনার ফ্রি ডোমেইন রেজিস্টার করবেন এবং ফ্রি ওয়েব সার্ভারে রেজিস্টার সহ ডোমেইনটিকে কিভাবে কনফিগার করবেন এ বিষয়ে টিউটোরিয়ালগুলো শেষ করেছি। co.cc ডোমেইন নিয়ে সমস্যা: অনেকে ফ্রি co.cc ডোমেইন রেজিস্টার করেন কিন্তু তা ঠিকমত কনফিগার করতে পারেন না বলে তাদের ওয়েব পেজের কোন একটি পেজের ঠিকানা http://www.yourdomain.co.cc/120 বা Click This Link এর মত দেখায় না। কারন আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কোন সাবডোমেইন এ co.cc ডোমেইন কে ফরওয়ার্ড করি।

ফলে পেজ লোড হবার পর আমাদের সাব-ডোমেইনটি দেখায়। http://www.yourdomain.co.cc দেখায় না। তাহলে কিভাবে আপনার co.cc ডোমেইনটি কনফিগার করবেন? পড়ুন ডোমেইন সেটআপ । কেন আমি টিউটোরিয়াল লিখছি: আপনারা জানেন এবং আমি আগেও বলেছি বাংলা ওয়েব সাইটে গুগোল এ্যাড দেওয়া যায় না(দেওয়া যায় না বললে ভুল হবে, তবে সরাসরি এ্যাড দেওয়া যায় না)। আর আমরা টাকা ছাড়া কিছু করতে চাই না।

কারন আমাদের সময়ের মূল্য অনেক বেশি। আসলেই আমাদের সময়ের মূল্য অনেকবেশি। আমি কি তাহলে এই ওয়েবসাইট করার জন্য টাকা পাচ্ছি? আমার সহজ উত্তর, না। তবে আমার ওয়েবসাইটে আপনারা গুগোল থেকে একটি মাত্র এ্যাড দেখতে পাবেন। এটা পরিক্ষামূলক।

তাহলে কেন? আমি বাংলা ভাষাকে খুব ভালোবাসি (আপনারা ভালোবাসেন না একথা অবশ্য আমি বলছি না) । আর বাংলা ভাষাকে আর পাঁচটা ভাষার মত পৃথিবীর বুকে রাজত্ব করতে স্বপ্ন দেখি(কারন আমি স্বপ্ন দেখতে ভালোবাসি)। তবে শুধু স্বপ্ন দেখে বসে থাকতে চাচ্ছি না। আমি যতটুকু পারি ততটুকু দিয়ে সবাইকে সাহায্য করতে চাচ্ছি। আর মূলত সেই কারনেই আমার এই সিদ্ধান্ত নেওয়া।

আমি প্রফেশনাল না: আপনাদেরকে যে কথাটি সবার আগে বলা দরকার ছিল বলে আমি মনে করি তা হল আমি কোন প্রফেশনাল ওয়েবসাইট ডেভলোপার নই। আমি একজন ছাত্র যার কম্পিউটিং এর উপর প্রচন্ড নেশা আছে। তবে সবগুলো বিষয়কে আমি অনেকগুলো ভাগে বিভক্ত করে প্রতিটি বিষয়কে সহজকরে উপস্থাপনের চেষ্টা করেছি। শেষকথা : আমার ওয়েবসাইট সংক্রান্ত যে কোন মন্তব্যকে আমি স্বাগতম জানাচ্ছি। আপনাদের সকলকে ধন্যবাদ


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.