আমাদের কথা খুঁজে নিন

   

মিশন: ”আমাদের পাঠশালার” জন্য ১০০০ পাঠশালাবান্ধব নিবন্ধন। (আপডেট: অবশিষ্ট ৯৬৮ জন)

যে ঘড়ি তৈয়ার করে - সে - লুকায় ঘড়ির ভিতরে
টুকুস শুরু: ’আমাদের পাঠশালা’-এর আড্ডা পরবর্তী ’কতো কথা বলেরে!’ টাইপের পোষ্টের পরে আরেকটা সংক্ষিপ্ত, ’ঝেড়ে কাশো টাইপ’ পোস্টের প্রয়োজন দেখা দিয়েছে। ’কতো কথা বলেরে!’ পোস্ট নাকি অনেকের ভিতরে ’মন বসে না পড়ার টেবিলে’, থুক্কু, ’মন বসে না ব্লগ পোস্টে’ সিনড্রমের জন্ম দিয়েছে, তারা শেষাবধি পৌছার আগেই দম ফুরিয়ে গেছে। সেই হেতু এবার মেরে কেটে - ’টু দি পয়েন্ট’ পোস্ট। ঝেড়ে কাশো: আমাদের পাঠশালায় আমাদের আলোচনায় প্রাথমিকভাবে আমাদের মিশন ১০০০ জন পাঠশালাবান্ধব নিবন্ধনের। সহজভাষায় পাঠশালাবান্ধব ব্যপারটা হচ্ছে এর কার্যক্রমে নিজেকে যুক্ত করার অঙ্গীকার।

যেহেতু প্রায় সব ভালো উদ্যোগ টাকার প্রশ্নে এসে হেচকী তোলে তাই আমাদের পাঠশালার জন্যও প্রথমে আমরা আর্থিক সহায়তার কথাটাই ভাবছি (এর বাইরে এতে সময় দেওয়া, লাইব্রেরীর জন্য পুরনো বা নতুন বই কিনে দেওয়া বা দান করা, পুরনো কম্পিউটার পাঠশালায় গিফট করা ইত্যাদি সহায়তাও আসতে পারে)। টাকা থাকলে পাঠশালার পড়ুয়াদরে বইখাতা, পেন্সিল কলম এবং প্রশিক্ষনের জন্য কম্পিউটারটা কেনা হবে। টাকা থাকলে ক্লাস সিক্স এর পরেও আরো দুটো ক্লাস যোগ করে ক্লাস এইটে উন্নত করা যাবে স্কুলটাকে। গত শনিবারের আড্ডায় আমরা তুলেছি ৮১০০ টাকার মতো একটা অংক। অনেকে আশাবাদী অংকের অর্থ ডোনেশন করছে, যেমন এক সামহোয়্যার ইন ব্লগার সেদিন পাঠশালা ছাত্র ছাত্রীদের বইখাতা কেনার জন্য ৫০০০ টাকা একাকালীন ডোনেশন করেছেন।

এসেছে যার যার সাধ্যমত ৫০০ থেকে ১০০ টাকার ডোনেশন। এক পাঠশালা বান্ধব ক্লাস ৫ ও ৬ এর ৩ জন মেধাবী এতিম ছাত্র / ছাত্রীর জন্য স্কলারশিপের জন্য প্রতিশ্রুতি দিয়েছেন একজন। ১০০০ পাঠশালা বান্ধব নিবর্ধনের মিশনটায় আমাদের প্রয়োজন প্রতিমাসে মাত্র ১০০ টাকার আর্থিক সহায়তার অঙ্গীকার। এ পর্যন্ত মধ্যে সামহোয়্যারের ব্লগার ও তাদের বন্ধুদের ভিতরে পাঠশালাবান্ধব নিবর্ধন হয়েছে ৩২ জন। আমাদের মিশন কমপ্লিট করতে প্রয়োজন আরো ৯৬৮ জনের অংশগ্রহণ ও কন্ট্রিবিউশন।

সামহোয়্যার ইনের ইউনিক ভিজিটরের সংখ্যা প্রায় ৪০০০। এর ভিতর থেকে অন্তত এক চতুর্থাংশ এগিয়ে আসবেন একটা ভালো কাজে সহায়তা করতে, এতটুকু ভরসার জায়গাটা আমরা না হয় সন্মান করি, এগিয়ে আসি। যারা প্রবাসী এবং ডলারে টাকা কামাই তারা ১০টা ডলার না হয় ডোনেট করে দেশের প্রতি কৃতজ্ঞতার সুযোগটা রাখতে পারি। কাজের কথা: নিচের লিংক থেকে ফর্মটি ডাউনলোড করে (মাইক্রোসফট ওয়ার্ড ফরম্যাটের ফাইল) পুরন করুন এবং ইমেইল করে পাঠিয়ে দিন এই ঠিকানায় mysticsaint (at) gmail (dot) com ফর্ম ডাউনলোড লিংক । সরাসরি ব্যাংকে ট্রান্সফারের জন্য: আবুল হাসান রুবেল একাউন্ট নং: ১৩৯ ১০১ ১৩৪৪৪ সুইফ্ট কোড: DBBLBDDH ডাচ বাংলা ব্যাংক ইমামগঞ্জ শাখা, ঢাকা, বাংলাদেশ প্রবাসীদের জন্য ডোনেশন পন্থা: http://www.mysticalchemydesign.com/donate.html এরপরে: আমরা আবার জমায়েত হতে চাই এবং অনেক বড় আকারে।

এবার হয়তো একটা হইচই পিকনিকের আয়োজন হতে পারে, পাঠশালাবান্ধব পরিবারে আরো মানুষ যোগ হোক এই কামনায়। চাঁদপুরে লঞ্চভ্রমনেরও (সকালে গিয়ে সন্ধ্যায় ফেরা) একটা জম্পেশ পরিকল্পনা পাইপলাইনে। আপনাদের তরফ থেকে প্রস্তাবনা শোনার জন্য আমরা ’কান পেতে রই’।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।