আমাদের কথা খুঁজে নিন

   

মহাকাশ তরী মিশন।

নাসার রকেট বাহিত ছোট আকারের মহাকাশযানের অভিযান শেষ হবার পরে তারা এরচেয়ে আধূনিক মহাকাশ যান তৈরীর দিকে নজর দেয়। কারন ছোট আকারের যান গুলিকে একবারের বেশী মহাকাশে পাঠানো যেত না,প্রতিবারই নুতন করে যান তৈরী করতে হত। এতে করে তাদের খরচ অনেক বেড়ে যেত এই জন্য তারা চেয়েছিল এমন একটি যান যা বারবার ব্যাবহার করা যায়। এটি হবে এমন একটি যান যা রকেটে করে মহাকাশে পাঠানো হবে,এবং অভিযান শেষে বিমনের মত মাটিতে নেমে আসবে। এবং অবশেষে United Space Alliance,Thiokol/Alliant Techsystems (SRBs) Lockheed Martin/Martin Marietta (ET), Boeing/Rockwell (orbiter) তৈরী করে ফেলে ঠিক এই রকম একটি মহাকাশ যান।

এটি মানুষ চালিত অরবিটাল রকেট এবং স্পেস ক্রাফট পদ্ধতি। এর উচ্চতা: 56.1 m (184.2 ft),ব্যাস: 8.7 m (28.5 ft),ভর: 2,030 t (4,470,000 lbm),ধারন ক্ষমতা :24,400 kg (53,600 lb) (কম ওজনের মালপএ), ধারন ক্ষমতা :3,810 kg (8,390 lbm)(বড় ওজনের মালপএ)। অবতরনের সময় ধারন ক্ষমতা:14,400 kg (32,000 lb),রকেটের প্রথম স্টেজ-: বূস্টার স্টেজ: সলিড রকেট বূস্টার, বূস্টারের সংখ্যা:2, ইন্জিন: একটি,ধ্ধাক্কা (Thrust)2,800,000 lbf),প্রজ্জলন সময় (Burn time):-480s,জ্বালানী :LOX (লিকুউড অস্কিজেন-oxidiser) ও LH2 (লিকুউড হাউড্রোজেন),দ্বিতীয় স্টেজ (অরবিটার):ইন্জিন :2 OME (ওমেগা 2 টন ইন্জিন), ধাক্কা (Thrust)12,000 lbf),প্রজ্জলন সময় (Burn time) : 1,250 s,জ্বালানী-মনোমিথাইল হাইড্রোজেন (MMH) ও নাইট্রোজেন ট্রেট অস্করাইড। এই মহাকাশ তরীর উৎক্ষেপন কেন্দ্র ছিল দুটি একটি LC-39, Kennedy Space Center,অন্যটি SLC-6, Vandenberg AFB (এটা ব্যাবহার করা হয়নি)। এই মহাকাশ তরী প্রথম উৎক্ষেপন করা হয় 12ই এপ্রিল 1981 আর এই অভিযান শেষ হয় 21জুলাই 2011 তে।

এই সময়ের মধ্যে এই যান মোট 135 টি অভিযান পরিচালনা করে সফলতা 134 টি সফল উৎক্ষেপন,এবং 133 টি সফল অবতরন,অসফলতা দুইটি এক,উৎক্ষেপনের সময় মহাকাশ তরী চ্যালেন্জার বিদ্ধস্ত,দুই অবতরনের সময় মহাকাশ তরী কলম্বিয়া বিদ্ধস্ত। এ ছাড়া এই মহাকাশ তরী সকল সফল মিশন করেছে তা হলো-কক্ষপথে ট্রাকিং এন্ড ডাটা রিলে স্যাটেলাইট (TDRS) স্হাপন,হাবল দূরবীন সহ মহাকাশে অন্যসব দূরবীন স্হাপন,গ্যালিলও,ম্যাগেলান,উইলিসিস নামের মহাকাশ পর্যবেক্ষন কেন্দ্র স্হাপন। রাশিয়ার স্পেস স্টেশন মীরের অবতরন কেন্দ্র (Docking Module) স্হাপন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের মালামাল পরিবহন এই রকম অনেক সফল অভিযান সম্পন্ন করেছে। কক্ষপথে চলন্ত অবস্হায় যে কোন স্যাটেলাইট বা যেকোন মহাকাশ যানকে ধরে মেরামত করার জন্য এর আছে রোবটিক হাত এবং বিশাল কার্গো-বে।

এবারে মহাতরীর মিশন সম্পর্কে জানবো। মহাকাশ তরীর নাম এবং মিশন নাম্বার :কলম্বিয়া-STS-1। অভিযানের তারিখ:12.4.81। নভচারীর নাম:জন ইয়াং,রবার্ট কার্পেন। কক্ষপথে অবস্হানের সময়:2 দিন 6 ঘন্টা 22 মিনিট।

পৃথিবীতে ফিরে আসার তারিখ:14.4.81। মন্তব্য:প্রথম মহাকাশ তরীর পরিক্ষামূলক মিশন,এই মিশনে যানটির কিছু তাপ প্রতিরোধক বর্ম ক্ষতিগ্রস্হ হয়। মহাকাশ তরীর নাম এবং মিশন নাম্বার :কলম্বিয়া-STS-2 অভিযানের তারিখ:12.11.81। নভচারীর নাম:জোসেপ এ্যান্গলে,রির্চাড ট্রলে। কক্ষপথে অবস্হানের সময়:2দিন 6 ঘন্টা 14 মিনিট।

পৃথিবীতে ফিরে আসার তারিখ:14.11.81। মন্তব্য:কক্ষপথে দ্বিতীয় পরিক্ষামূলক মিশন,কানাডা নির্মিত প্রথম রবোট হাত পরিক্ষা। জ্বালানী ট্যাংন্কের সম্যস্যার কারনে পাচদিনের মিশন দুই দিনে সম্পন্ন। মহাকাশ তরীর নাম এবং মিশন নাম্বার :কলম্বিয়া-STS-3। অভিযানের তারিখ:22.3.82।

নভচারীর নাম: জ্যাক লূসমা,গর্ডন ফূলারটন। কক্ষপথে অবস্হানের সময় :8 দিন 0 ঘন্টা 6 মিনিট। পৃথিবীতে ফিরে আসার তারিখ:30.3.82। মন্তব্য:কক্ষপথে তৃতীয় পরিক্ষামূলক মিশন,সাথে করে নিয়ে গিয়েছিল বিভন্ন ধরনের সরন্জাম। এবং ঝড়ের কারনে অবতরন করতে একদিন দেরি হয়।

মহাকাশ তরীর নাম এবং মিশন নাম্বার :কলম্বিয়া-STS-4। অভিযানের তারিখ:27.6.82। নভচারীর নাম: থমাস মেন্টেনগ্যালি, হেনরি হার্টসফিল্ড। কক্ষপথে অবস্হানের সময়: 7দিন 1 ঘন্টা 11 মিনিট। পৃথিবীতে ফিরে আসার তারিখ:4.7.82।

মন্তব্য: কক্ষপথে শেষ পরিক্ষামূলক মিশন। এবং প্রথমবার কংক্রিটের রান ওয়েতে অবতরন মিলিটারি সরন্জাম নিয়ে যাওয়া। মহাকাশ তরীর নাম এবং মিশন নাম্বার :কলম্বিয়া-STS-5। অভিযানের তারিখ:11.11.82। নভচারীর নাম: ভ্যান্স ব্র্যান্ট, রবার্ট ওভারমেয়ার,জোসেপ এ্যালেন,উইলিয়াম লিনিয়র।

কক্ষপথে অবস্হানের সময়:5 দিন 2 ঘন্টা 15 মিনিট। পৃথিবীতে ফিরে আসার তারিখ:16.11.82। মন্তব্য:চারজন নভচারী সহ প্রথম পূর্নান্গ মিশন। সাথে করে নিয়ে গেছে দুইটি যোগাযোগ উপগ্রহ। মহাকাশ তরীর নাম এবং মিশন নাম্বার :চ্যালেন্জার-STS-6।

অভিযানের তারিখ:4.4.83। নভচারীর নাম:পাউল ওয়েটজ,ক্যারল ববকো,ডোনাল্ড পিটারসন,স্টোরি ম্যাসগ্রেভ। কক্ষপথে অবস্হানের সময়:5 দিন 0 ঘন্টা 25 মিনিট। পৃথিবীতে ফিরে আসার তারিখ:9.4.83। মন্তব্য:এই মহাকাশানের প্রথম মিশন।

কক্ষপথে স্হাপনের জন্য সাথে করে নিয়ে গেছে ট্রাকিং এন্ড ডাটা রিলে স্যাটেলাইট (TDRS)। মহাকাশ তরীর নাম এবং মিশন নাম্বার :চ্যালেন্জার-STS-7। অভিযানের তারিখ:18.6.83। নভচারীর নাম:রবার্ট ক্রিপেন,ফ্রেডরিক হাক,জন ফেবিন,শেলী রাইড,নরম্যান থেগার্ড। কক্ষপথে অবস্হানের সময়: 6 দিন 2 ঘন্টা 25 মিনিট।

পৃথিবীতে ফিরে আসার তারিখ:24.6.83। মন্তব্য: মহাকাশে আমেরিকার প্রথম মহিলা নভচারী। পাচজন নভচারী নিয়ে প্রথম মহাকাশ তরীর যাএা। সাথে করে নিয়ে যায় কানাডার স্যাটেলাইট Anik C-2,ইন্দোনেশিয়ার স্যাটেলাইট PALAPA-B-,1ও জার্মান শার্টল প্যালেট স্যাটেলাইট (SPAC-1)। মহাকাশ তরীর নাম এবং মিশন নাম্বার :চ্যালেন্জার STS-8।

অভিযানের তারিখ:30.8.83। নভচারীর নাম:রিচার্ড ট্রুলি,ডেনিয়েল ব্র্যান্ডেন স্টেইন,ডেইল গার্ডনার,গুইন বূলফোর্ড,উইলিয়াম র্থনটন। কক্ষপথে অবস্হানের সময়:6 দিন 1 ঘন্টা 10 মিনিট। পৃথিবীতে ফিরে আসার তারিখ: 5.9.83। মন্তব্য:বূল ফোর্ড প্রথম আফ্রিকান বংশদ্ভূত আমেরিকান নভচারী।

সাথে করে নিয়ে গেছে ইন্ডিয়ান যোগাযোগ উপগ্রহ INSAT-B। মহাকাশ তরীর নাম এবং মিশন নাম্বার :কলম্বিয়া STS-9। অভিযানের তারিখ:28.11.83। নভচারীর নাম: জন ইয়াং,ব্রুস্টার স্‌,ওয়েন গ্যারওট,রর্বাট পার্কার,ব্রাউন লিচটেনবার্গ,ওলফ্‌ ম্যারবোল্ড। কক্ষপথে অবস্হানের সময়: 10 দিন 7 ঘন্টা 48 মিনিট।

পৃথিবীতে ফিরে আসার তারিখ: 8.12.83। মন্তব্য: ম্যারবোল্ড প্রথম ইউরোপিয়ান নভচারী এই মিশনে গিয়েছিল। প্রথম ছয়জন নভচারী একসাথে এই মিশনে গিয়েছিল। এবং প্রথম স্পেস ল্যাব সাথে করে নিয়ে গিয়েছিল। মহাকাশ তরীর নাম এবং মিশন নাম্বার :চ্যালেন্জার 41-B।

অভিযানের তারিখ: 3.2.84। নভচারীর নাম: ভেনসি ব্র্যান্ড,রবার্ট গিবসন,ব্রুস ম্যাকক্যান্ডলেস,রোনাল্ড ম্যাকনায়ার,রবার্ট স্টুয়ার্ট। কক্ষপথে অবস্হানের সময়: 7 দিন 23 ঘন্টা 17 মিনিট। পৃথিবীতে ফিরে আসার তারিখ:11.2.84। মন্তব্য:মহাকাশে ঘূরে বেড়ানোর জন্য প্রথম হস্ত চালিত রকেট (Manned Maneuvering Unit MMU) ব্যাবহার।

এবং সাথে করে নিয় গেছে স্যাটেলাইট ওয়েস্টার-VI,এবং ইন্দোনেশিয়ান স্যাটেলাইট Palapa_B-2। মহাকাশ তরীর নাম এবং মিশন নাম্বার: 41-C চ্যালেন্জার। অভিযানের তারিখ:6.4.84। নভচারীর নাম: রবার্ট ক্রিপেন,ফ্রান্সিস স্কূবি,জর্জ নেলসন,জেমস্‌ ভ্যান হফটেন্‌,টেরি হার্ট। কক্ষপথে অবস্হানের সময়:6 দিন 23 ঘন্টা 41 মিনিট।

পৃথিবীতে ফিরে আসার তারিখ:13.4.84। মন্তব্য:এই মিশনে কক্ষপথে প্রথম সোলার ম্যাস্ক উপগ্রহ মেরামত,এবং এগারো রকমের পরিক্ষার জন্য কক্ষপথে Long Duration Exposure Facility (LDAF) নামের একটি যান কক্ষপথে স্হাপন। মহাকাশ তরীর নাম এবং মিশন নাম্বার: 41-D ডিস্কোভারী। অভিযানের তারিখ:30.8.84। নভচারীর নাম: হেরি হার্টস ফিল্ড,মাইকেল কট্‌স,জুডিথ রাসনিক,স্টিভেনস্‌ হাওলে,রিচার্ড - মূলেন, চার্লস ওয়াল্কার।

কক্ষপথে অবস্হানের সময়: 6 দিন 0 ঘন্টা 57 মিনিট। পৃথিবীতে ফিরে আসার তারিখ:5.9.84। মন্তব্য: ডিস্কোভারীর প্রথম মিশন। প্রথম ব্যানিজ্যিক উপগ্রহ Syn -Com IV-2 নিয়ে যায়, এবং টেলস্টার উপগ্রহের 102 ফুট সোলার প্যানেল বর্ধিতকরন। মহাকাশ তরীর নাম এবং মিশন নাম্বার: 41-G চ্যালেন্জার।

অভিযানের তারিখ:5.10.84। নভচারীর নাম: রবার্ট ক্রিপেন,জন ম্যাক ব্রাইড,ক্যাথিরিন সূলেভান,শেলী রাইড,ডেভিড লিসমা, মার্ক গ্রানু,পাওল স্কূলি পাওয়ার। কক্ষপথে অবস্হানের সময়:8 দিন 5 ঘন্টা 25 মিনিট। পৃথিবীতে ফিরে আসার তারিখ:13.10.84। মন্তব্য:এই মিশনে প্রথম কানাডিয়ান নভচারী ছিলেন গ্রানূ।

প্রথম সাতজন নভচারীর মিশন,প্রথম দুইজন মহিলা নভচারী, এবং কক্ষপথে Earth Radiation Budget Satellite (ERBS) উপগ্রহ স্হাপন। মহাকাশ তরীর নাম এবং মিশন নাম্বার: 51-A ডিস্কোভারী। অভিযানের তারিখ:8.11.84। নভচারীর নাম:ফ্রেডরিক হাক্‌,ডেভিড ওয়াকার,আন্না ফিসার,ডেল গার্ডনার,জোসেপ এ্যালেন। কক্ষপথে অবস্হানের সময়: 7 দিন 23 ঘন্টা 46 মিনিট।

পৃথিবীতে ফিরে আসার তারিখ: 16.11.84। মন্তব্য:কানাডিয়ান উপগ্রহ TELSET-H,এবং SYNCOM IV-1 উপগ্রহ স্হাপন,এবং WESTER- VI এবং PALAPA B-2 উপগ্রহকে কক্ষপথ থেকে উদ্ধার। মহাকাশ তরীর নাম এবং মিশন নাম্বার:51-C ডিস্কোভারী। অভিযানের তারিখ: 24.1.85। নভচারীর নাম: থমাস মেন্টিগ্যালী,লোরেন শ্রিভার,এলিসন ওনিজুকা,জেমস্‌ বূশলি,গ্রে পেটন।

কক্ষপথে অবস্হানের সময়: 3 দিন 1 ঘন্টা 34 মিনিট। পৃথিবীতে ফিরে আসার তারিখ: 27.1.85। মন্তব্য:প্রথম প্রতিরক্ষা মন্ত্রনালয়ের Dept. of Defense (DOD) গোপন সরন্জাম নিয়ে মিশন। এটি ছিল কক্ষপথে মানুষ নিয়ে 100 তম মিশন। মহাকাশ তরীর নাম এবং মিশন নাম্বার: 51-D ডিস্কোভারী।

অভিযানের তারিখ: 12.4.85। নভচারীর নাম: ক্যারল ববকো,ডোনাল্ড উইলিয়ামস্‌, রিহা সেডন,জেফরি হফম্যান,ডেভিড গ্রেস, চার্লস ওয়াকার,জ্যাক গ্রেন। কক্ষপথে অবস্হানের সময়: 6 দিন 23 ঘন্টা 56 মিনিট। পৃথিবীতে ফিরে আসার তারিখ: 19.4.85। মন্তব্য: গ্রেন এই মিশনে যাওয়া প্রথম আমেরিকান সিনেটর, দুটি কমস্যাট উপগ্রহ ও একটি Syncom IV উপগ্রহ মেরামত।

মহাকাশ তরীর নাম এবং মিশন নাম্বার: 51-B চ্যালেন্জার। অভিযানের তারিখ: 29.4.85। নভচারীর নাম: রবার্ট ওভারমেয়ার,ফ্রেডরিক গ্রেগরী,ডন লিন্ড,নরম্যান থেগার্ড,উইলিয়াম থর্নটন, লডউইজিক ভ্যান ডেন বার্গ,টেইলর ওয়াং। কক্ষপথে অবস্হানের সময়: 7 দিন 0 ঘন্টা 10 মিনিট। পৃথিবীতে ফিরে আসার তারিখ:6.5.85।

মন্তব্য: কক্ষপথে দ্বিতীয় স্পেস ল্যাব স্হাপন, 15টির মধ্যে 14টি বিভিন্ন রকমের সফল পরীক্ষা এবং দুইটি বাঁনর এবং চব্বিশ টি বিভিন্ন রকমের প্রানীর উপর ভরহীন অবস্হায় এদের উপর কি রকমের প্রতিক্রিয়া হয় তার পরীক্ষা করা হয়। মহাকাশ তরীর নাম এবং মিশন নাম্বার: 51-G ডিস্কোভারী। অভিযানের তারিখ: 17.6.85। নভচারীর নাম: ডেনিয়েল ব্র্যান্ডস্টাইন,জন ক্রেইগটন,শ্যানন লূসিড,জন ফেবেইন,স্টিভেন নাইজেল প্যাট্রিক বূডরে,সূলতান সালমান আল সাউদ। কক্ষপথে অবস্হানের সময়: 7 দিন 1 ঘন্টা 40 মিনিট।

পৃথিবীতে ফিরে আসার তারিখ: 24.6.85। মন্তব্য: আল সাউদ এই মিশনে যাওয়া প্রথম আরব নভচারী,বূডরে এই মিশনে যাওয়া প্রথম ফরাসী নভচারী। মেস্কিকান উপগ্রহ MORELOS-A,আরব উপগ্রহ ARABSAT-A, AT&T উপগ্রহ TELSTAR-3D কক্ষপথে স্হাপন মহাকাশ তরীর নাম এবং মিশন নাম্বার: 51-F চ্যালেন্জার। অভিযানের তারিখ: 29.7.85। নভচারীর নাম:গর্ডন ফূলারটন, রয় ব্রিডগেস,স্টোরী ম্যাসগ্রেভ,এ্যান্তনী ইংল্যান্ড,কার্ল হেইন্জ, লোরেল এ্যাকটন,জন ডেভিড বারটো।

কক্ষপথে অবস্হানের সময়: 7 দিন 22 ঘন্টা 46 মিনিট। পৃথিবীতে ফিরে আসার তারিখ: 6.8.85। মন্তব্য: তৃতীয় স্পেসল্যাব আ্যস্ট্রোনমি সাইন্স মিশন। মহাকাশ তরীর নাম এবং মিশন নাম্বার: 51-I ডিস্কোভারী। অভিযানের তারিখ: 27.8.85।

নভচারীর নাম: জোসেপ এ্যান্জেল, রিচার্ড কোবে, জেমস্‌ ভ্যান। কক্ষপথে অবস্হানের সময়: 7 দিন 2 ঘন্টা 18 মিনিট। পৃথিবীতে ফিরে আসার তারিখ: 3.9.85। মন্তব্য: আমেরিকার স্যাটালাইট ASC-1,অস্ট্রেলিয়ান স্যাটেলাইট AUSSAT-1,যোগাযোগ উপগ্রহ SYNCOM-IV-4,SYNCOM-IV-3 মেরামত এবং পুনরায় কক্ষপথে স্হপন মহাকাশ তরীর নাম এবং মিশন নাম্বার: 51-J আটলান্টিস। অভিযানের তারিখ: 3.10.85।

নভচারীর নাম: ক্যারল ববকো,রোনান্ল্ড গ্রাবি,ডেভিড হিলমারস্‌,রবার্ট স্টুয়ার্ট, উইলিয়ামস প্যালেস। কক্ষপথে অবস্হানের সময়: 4 দিন 1 ঘন্টা 46 মিনিট। পৃথিবীতে ফিরে আসার তারিখ: 7.10.85। মন্তব্য: মহাকাশ তরী আটলান্টিসের প্রথম মিশন। এটি গোপন ডির্পাটমেন্ট অফ ডিফেন্স (DOD) মিশন।

মহাকাশ তরীর নাম এবং মিশন নাম্বার: 61-A চ্যালেন্জার। অভিযানের তারিখ: 30.10.85। নভচারীর নাম: হেনরি হার্টস ফিল্ড,স্টিভেন নাইজেল,জেমস্‌ বূশলে,গূইন বূলফোর্ড,বোনি ডানভার, রেইন্‌হার্ড ফূরেরা,আর্নেস্ট মেসস্যারমেড,ওব্বে ওকলিস। কক্ষপথে অবস্হানের সময়: 7 দিন 0 ঘন্টা 46 মিনিট। পৃথিবীতে ফিরে আসার তারিখ: 6.11.85।

মন্তব্য:ওকলেস এই মিশনে প্রথম ডেনমার্কের নভচারী। প্রথম আট জন নভচারীর মিশন। কক্ষপথে প্রথম জার্মান অনূসন্ধানী উপগ্রহ D-1 স্পেস ল্যাব স্হাপন,পৃথিবীর নিম্ন কক্ষপথে বার্তা আদান প্রদান উপগ্রহ (GLOMR) স্হাপন। মহাকাশ তরীর নাম এবং মিশন নাম্বার: 61-B আটলান্টিস। অভিযানের তারিখ: 27.11.85।

নভচারীর নাম: ব্রুস্টার স্‌, ব্রায়ান ও কর্নার,মেরী ক্লেভ,শের উড স্প্রিং,জেরী রস,রড ফো নেরী, ভেলা চার্লস ওয়াকার। কক্ষপথে অবস্হানের সময়: 6 দিন 21 ঘন্টা 6 মিনিট। পৃথিবীতে ফিরে আসার তারিখ: 3.12.85। মন্তব্য: ভেলা প্রথম মেস্কিকান নভচারী এই মিশনে। কক্ষপথে মেস্কিকান উপগ্রহ MORELOS -B,অস্ট্রেলিয়ান উপগ্রহ AUSSET-2,আমেরিকান উপগ্রহ SATCOM-KU-2 স্হাপন এবং মহাকাশে কাঠামো বানানোর মহড়া।

মহাকাশ তরীর নাম এবং মিশন নাম্বার: 61-C কলম্বিয়া। অভিযানের তারিখ: 12.1.86। নভচারীর নাম: রবার্ট গিবসন,চার্লস বোল্ডেন,ফ্রাংকলিন ডায়াজ,স্টিভেন হাওলে,জর্জ নেলসন, রবার্ট সেনকার,বিল নেলসন। কক্ষপথে অবস্হানের সময়: 6 দিন 2 ঘন্টা 5 মিনিট। পৃথিবীতে ফিরে আসার তারিখ: 18.1.86।

মন্তব্য: COMSET উপগ্রহ মেরামত,এবং জ্যেতির্বিন্গানের উপর বিভিন্ন পরিক্ষা। মহাকাশ তরীর নাম এবং মিশন নাম্বার: 51-L চ্যালেন্জার। অভিযানের তারিখ: 28.1.86। নভচারীর নাম: ফ্রান্সিস স্কূবে,মাইকেল স্মিথ,জূডিথ রাসকিন,ইলসন ওনজেকা, রোনাল্ড ম্যাক- নায়ার,গ্রেগরী জারভীস,ক্রিস্টিয়া ম্যাক উলফ্‌। কক্ষপথে অবস্হানের সময়: 1 মিনিট 13 সেকেন্ড (এটি আসলে কক্ষপথে অবস্হান সময় নয়) পৃথিবীতে ফিরে আসার তারিখ:আর ফিরে আসেনি।

মন্তব্য: 28/01/86 মহাকাশ তরী মিশনের এক শোকাবহ দিন। এই দিন চ্যালেন্জার উৎক্ষেপনের এক মিনিট তের সেকেন্ডের মধ্যে এটি বিস্ফোরিত হয়। ডান পাশের বূস্টার রকেটে ছোট একটি ছিদ্র দেখা যায়,কিন্ত তখন আর কিছুই করার ছিল না। এখান থেকে সৃস্ট বিস্ফোরন চোখের পলকে রকেটের প্রধান জ্বালানী ট্যাংন্কে ছড়িয়ে পরে,এখান থেকে আগুন মহাকাশ যানের প্রধান ইন্জিনে ছড়িয়ে পরে। সাথে সাথে বিস্ফোরনে মহাকাশযান টুকরো টুকরো হয়ে যায়,এবং টুকরা গুলো আটলান্টিক মহাসাগরে মধ্য ফ্লোরিডার উপকুলীয় অংশে ছড়িয়ে পরে।

উদ্ধার কর্মীরা সাথে সাথে সাগরের তলদেশ থেকে নভচারীদের থাকার কেবিটিকে উদ্ধার করে,কিন্ত ততক্ষনে এর সাতজন নভচারীই মারা যায়। যদিও নভচারীদের বের হবার জন্য জরুরী দরজা ছিল কিন্ত এখান থেকে কি কারনে তারা বের হতে পারেননি তা জানা যায়নি। মহাকাশ তরীর নাম এবং মিশন নাম্বার: STS-26 ডিস্কোভারী। অভিযানের তারিখ: 29.9.88। নভচারীর নাম: ফ্রেডরিক হাক,রিচার্ড কোবে,জন লান্গে,জর্জ নেলসন,ডেভিড হিলমারস।

কক্ষপথে অবস্হানের সময়: 4 দিন 1 ঘন্টা 1 মিনিট। পৃথিবীতে ফিরে আসার তারিখ: 3.10.88। মন্তব্য: ট্রাকিং এন্ড ডাটা রিলে স্যাটেলাইট-3 (TDRS-3) এর উপরের অংশ স্হাপন। এবং দ্বিতীয় TDRS স্যাটেলাইটকে পৃথিবীতে নিয়ে আসা। মহাকাশ তরীর নাম এবং মিশন নাম্বার: STS-27 আটলান্টিস।

অভিযানের তারিখ: 2.12.88। নভচারীর নাম: রবার্ট গিবসন,গে গার্ডনার,রিচার্ড মূলেন,জেরী রস্‌,উইলিয়াম শেপার্ড। কক্ষপথে অবস্হানের সময়: 4 দিন 9 ঘন্টা 6 মিনিট। পৃথিবীতে ফিরে আসার তারিখ: 6.12.88। মন্তব্য: তৃতীয় গোপন ডিপার্টমেন্ট অফ ডিফেন্স (DOD) মিশন।

মহাকাশ তরীর নাম এবং মিশন নাম্বার: STS-29 ডিস্কোভারী। অভিযানের তারিখ: 13.3.89। নভচারীর নাম: মাইকেল কটস্‌,জন বেলা,জেমস্‌ বিগাইন,জেমস বূশলে,রবার্ট স্প্রিংজার। কক্ষপথে অবস্হানের সময়: 4 দিন 23 ঘন্টা 40 মিনিট। পৃথিবীতে ফিরে আসার তারিখ:18.3.89।

মন্তব্য: কক্ষপথে TDRS-4 স্যাটেলাইট স্হাপন। মহাকাশযান থেকে নভচারীরা আই ম্যাস্ক ক্যামেরা দিয়ে পৃথিবীর ছবি তোলে। মহাকাশ তরীর নাম এবং মিশন নাম্বার: STS-30 আটলান্টিস। অভিযানের তারিখ: 4.5.89। নভচারীর নাম: ডেভিড ওয়াকার,রোনাল্ড গার্বে,নরম্যান থেগার্ড,মেরী ক্লেভ,মার্ক লী।

কক্ষপথে অবস্হানের সময়: 4 দিন 0 ঘন্টা 58 মিনিট। পৃথিবীতে ফিরে আসার তারিখ: 8.5.89। মন্তব্য: শুক্র গ্রহে ম্যাগেলান নামের যান প্রেরন। মহাকাশ তরীর নাম এবং মিশন নাম্বারঃ STS-28 কলম্বিয়া। অভিযানের তারিখঃ28.8.89।

নভচারীর নামঃ ব্রেওয়েস্টার স্,রিচার্ড রিচার্ডস,জেমস্ এডামসন,ডেভিড লিস্টমা,মার্ক ব্রাউন। কক্ষপথে অবস্হানের সময়ঃ5 দিন 1 ঘন্টা 1 মিনিট। পৃথিবীতে ফিরে আসার তারিখঃ13.8.89। মন্তব্যঃচতুর্থ D0D (ডিপার্টমেন্ট অফ ডিফেন্স)গোপন মিশন। মহাকাশ তরীর নাম এবং মিশন নাম্বারঃ STS-34 আটলান্টিস।

অভিযানের তারিখঃ 18.10.89। নভচারীর নামঃ ডোনাল্ড উইলিয়ামস্,মাইকেল ম্যাককূলি,ফ্র্যাঙ্কলিন চেঞ্জ ডায়ায,শ্যানন লূসিড,ইলেন বেকার। কক্ষপথে অবস্হানের সময়ঃ 4 দিন 23 ঘন্টা 40 মিনিট। পৃথিবীতে ফিরে আসার তারিখঃ 23.10.89। মন্তব্যঃবৃহস্পতি গ্রহে গ্যালিলিও মহাকাশযান প্রেরন,এই যানটি 1995 সালে এই গ্রহে পৌছে।

মহাকাশ তরীর নাম এবং মিশন নাম্বারঃ STS-33 ডিস্কোভারী। অভিযানের তারিখঃ23.11.89। নভচারীর নামঃ ফ্রেডরিক গ্রেগ্ররি,জন বেলা,স্টোরিও ম্যাসগ্রেভ,মেনলে কার্টার,ক্যাথিরিন র্থনর্টণ। কক্ষপথে অবস্হানের সময়ঃ 5 দিন শূন্য ঘন্টা 8 মিনিট। পৃথিবীতে ফিরে আসার তারিখঃ28.11.89।

মন্তব্যঃ5th DOD (ডিপার্টমেন্নট অফ ডিফেন্স)গোপন মিশন গোয়েন্দা উপগ্রহ প্রেরন। মহাকাশ তরীর নাম এবং মিশন নাম্বারঃ STS-32 কলম্বিয়া। অভিযানের তারিখঃ 9.1.90। নভচারীর নামঃ ডেনিয়েল ব্র্যান্ডস্টাইন,জেমস উইদারবে,বনি ডানবার,ডেভিড লো,মার্সা ইভানস্। কক্ষপথে অবস্হানের সময়ঃ 10 দিন 21 ঘন্টা 2 মিনিট।

পৃথিবীতে ফিরে আসার তারিখঃ 20.1.90। মন্তব্যঃ SYNCOM IV-F5 (যোগাযোগ উপগ্রহ) কক্ষপথে প্রেরন। মহাকাশ তরীর নাম এবং মিশন নাম্বারঃ STS-36 আটলান্টিস। অভিযানের তারিখঃ28.2.90। নভচারীর নামঃ গ্রেগ টন,জন ক্যাসপার,রিচার্ড মূলেন,ডেভিড হিলমারস্,পেরি থট।

কক্ষপথে অবস্হানের সময়ঃ4 দিন 10 ঘন্টা 19 মিনিট। পৃথিবীতে ফিরে আসার তারিখঃ4.3.90। মন্তব্যঃ 6th DOD গোপন মিশন। চলবে....... ছবি সৌজ্যন্যে গুগল। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।