আমাদের কথা খুঁজে নিন

   

অবাক ভালোবাসা (ওয়ারফেজ)

একমুখাপেক্ষি না হয়ে যা কিছু ভাল তা গ্রহন করা উচিৎ...

অ্যালবামঃ অবাক ভালোবাসা (১৯৯৪) রি-মেইকঃ পথচলা (২০০৯) কথা ও সুর ঃ বাবনা করিম সব আলো নিভে যাক আঁধারে শুধু জেগে থাক ঐ দূরের তারারা সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায় শুধু জেগে থাক এই সাগর আমার পাশে. . . সব বেদনা মুছে যাক স্থিরতায় হৃদয় ভরে যাক অস্তিত্বের আনন্দে হৃদয় গভীরে অবাক দৃষ্টিতে থমকে দাঁড়িয়েছে মহাকাল এখানে. . . . শুভ্র বালির সৈকতে, এলোমেলো বাতাসে গিটার হাতে. . নিস্তবদ্ধতা চৌচির, উন্মাদ ঝঙ্কারে কাঁদি অবাক সুখের কান্না যেনো চুনি হীরা পান্না সাগরের বুকে, আল্পনা এঁকে দিয়ে যায় অবাক ভালোবাসায়ৃ. . অবাক ভালোবাসায়. . . সব কান্নায় বয়ে যাক সুখের ঝড় হৃদয় ভরে যাক সহজ নীল স্বপনে হৃদয় গভীরে অবাক দৃষ্টিতে থমকে দাড়িয়েছে মহাকাল এখানে. . . ************************************ ************************************ অনুরোধঃ ইন্টারনেট থেকে আমাদের শিল্পিদের নতুন কোনো অ্যালবামের গান ডাউনলোড করবেন না। অন্তত আমাদের শিল্পিদের গাওয়া গান টাকা খরচ করে শোনা উচিৎ. . . কথা ও সুরঃ বাবনা করিম(ভাবনা নয়) তথ্য দিয়েছেনঃ কলুর বলদ ************************************ কলুর বলদকে ধন্যবাদ. . .

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.