আমাদের কথা খুঁজে নিন

   

উনিশ শতকের একটি বাংলা গান

বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্‌উক, হে ভগবান। রবীন্দ্রনাথ
এমন মানব জনম আর কি হবে। মন যা কর, ত্বরায় কর এই ভবে। ।

অনন্ত রূপ সৃষ্টি করলেন সাঁই, শুনি মানবের তুলনা কিছুই নাই । দেব-দানবগণ, করে আরাধন জনম নিতে মানবে। । কত ভাগ্যের ফলে না জানি, মন রে, পেয়েছ এই মানব-তরণী বেয়ে যাও ত্বরায় তরী সুধারায়, যেন ভরা না ডোবে। ।

এই মানুষে হবে মাধুর্য্য ভজন, তাইতে মানুষ রূপ এই গঠিল নিরঞ্জন, এবার ঠিকিলে আর না দেখি কিনার, লালন কয় কাতর ভাবে। । লালনের লেখা ও সুর করা ১৮৫০ সালের দিকের একটি বাংলা লোকগান ; ভাবলে অবাক লাগে-ঐ সময়ে অন্যান্য ভাষার গান কী রকম ছিল? ইংরেজি? রুশ? জার্মান? এরপরও কে বলে যে বাংলা আবহমান নয়? নবনীতা চৌধুরীর কন্ঠে এই অসামান্য লালনগীতিটি ... লালন। বাংলার অলিখিত সংবিধানটি তিনিই রচনা করেছেন ... (আমার ৫০০তম পোষ্টে গানটি সকলের উদ্দেশে উৎসর্গ করছি। )
 


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.