আমাদের কথা খুঁজে নিন

   

একটি নতুন শিক্ষানীতি

একলা হতে চাইছে আকাশ মেঘগুলোকে সরিয়ে দিয়ে ভাবনা আমার একলা হতে চাইছে একা আকাশ নিয়ে...

[এই শিক্ষানীতি প্রনয়ন করা হইলে দায়-দায়িত্ব লেখক বহন করিবে না] এই পোস্ট পাঠ করিয়া একখান নতুন শিক্ষানীতি প্রনয়নের তাগাদা অনুভব করিলাম। অবশ্য ইহা কোন পূর্ণাঙ্গ শিক্ষানীতি নহে, একখানা খসড়া রূপরেখা তৈয়ার করিলাম। বিশেষ-অজ্ঞ ব্যাক্তিদের সহিত আলোচনা করিয়া পুর্ণাংগ শিক্ষানীতি প্রনয়ন করা হইবে। এই শিক্ষানীতি বাস্তবায়ন করিলে মাত্র দশ বছরেই এক জন শিক্ষার্থী পি এইচ ডি ডিগ্রীধারীর সমান জ্ঞান অর্জন করিতে পারিবে, অধিকন্তু ঘরে ঘরে ডাক্টার, ইঞ্জিনিয়ার গিজ গিজ করিবে। শিক্ষানীতির সারসংক্ষেপ - ফাউন্ডেশন লেভেলঃ ১ম শ্রেণীঃ বাংলা সাহিত্য, সংকৃতি, ইতিহাস, মুক্তিযুদ্ধ ২য় শ্রেণীঃ সমগ্র রবীন্দ্র রচনাবলী ৩য় শ্রেণীঃ সমগ্র বিশ্ব ইতিহাস ৪র্থ শ্রেণীঃ দর্শন (সক্রেটিস থেকে আজ পর্যন্ত)+ ফ্রয়েড ৫ম শ্রেণীঃ মার্কসবাদ এডভান্স লেভেলঃ ৬ষ্ট শ্রেণীঃ ম্যাথ, বায়োলজি ৭ম শ্রেণীঃ ফিজিক্স, ক্যামেস্ট্রী ৮ম শ্রেণীঃ ইঞ্জিনিয়ারিং ৯ম-১০ শ্রেণীঃ মেডিকেল সাইন্স (১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বাংলা, ইতিহাস, দর্শন ইত্যাদি বিভাগের অনার্স ও মাস্টার্স এর সিলেবাস ও ৬ষ্ট থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ঢাবি, বুয়েট, ডিএমসির সিলেবাস অনুসরণ করা হইবে) (সকল শিশু সাহিত্য নিষিদ্ধ করিতে হইবে) (শিশুদের খেলা বন্ধ করিতে সকল মাঠে হাইরাইজ বিল্ডিং বা শপিং মল বানাইতে হইবে। বাড়ির ছাঁদ সর্বদা তালাবন্ধ রাখিতে হইবে) (খস্‌‍খস্ গজ্‌‍গজ্ করিলেও শিক্ষা পুরা করিতে হইবে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.