আমাদের কথা খুঁজে নিন

   

ক্যান বড়ো হলাম?

I am what I am and that's how I would be. No I am not stubborn. I just want to be myself.

কখনও মনে হয়, কেন বড়ো হলাম? নিশ্চিত আমি, আপনাদের সবারই মনে হয়। ছোটবেলায় কি এত মন খারাপ হতো? মন খারাপ করার মতো কোনও কারণ থাকতো তখন? হোত মন খারাপ, এর সাথে আড়ি, ওর সাথে মারামারি, মা'র বকুনি, এটা চেয়ে-ওটা না'পাওয়া, পরীক্ষা-পড়াশুনা...খুব ছোট ছোট ক্ষণস্থায়ী দুঃখ ছিলো সেসব। মনেই পড়েনা কয়বার মন খারাপ হয়েছে, কিন্তু তখনকার আনন্দের স্মৃতিগুলা কিভাবে যেন যত দিন যায় ফিরে ফিরে আসছে মনের একোণ-সেকোণে...ঘুরে ফিরে খালি মনে হচ্ছে "কেন বড়ো হোলাম?" জীবন টা ধীরে ধীরে জটিল থেকে জটিলতর হয়ে গেলো। কেন? এত সমস্যা তৈরী হচ্ছে নিত্যদিন চারপাশে...কেন? রীতিমত struggle করতে হচ্ছে শুধুমাত্র জীবন "চালিয়ে" নেওয়ার জন্য। কেন? বেঁচে থাকার ভার যেন অসহ্য হয়ে যাচ্ছে মাঝে মাঝে। কেন? ঠিক "কখন" থেকে এই জটিলতা সৃষ্টি হলো? টার্নিং পয়েন্ট-টা কোথায় ছিল? সবার জীবনই কি এত জটিল, যদি হয়েই থাকে, তবে কেন? তবে কি সত্যিই "একদিন মরে যাবো" বলেই জন্ম নিয়েছি? তাহলে কি মরার জন্যই অপেক্ষা করবো? এইই কি জীবন? ডেস্টিনেশন ঠিক করাই আছে, খালি কে-কিভাবে সেখানে কখন যাবে, এইই পার্থক্য?!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।