আমাদের কথা খুঁজে নিন

   

এমুন হয় ক্যান?

জাহাজের খবর লই না।

আমি সাধারনত সফট গান শুনি। মাঝে মাঝে হালকা রকিং টাইপ ও শুনি। এই যেমন আর্টসেলের কয়েকটা (এই বৃষ্টি ভেজা রাতে........, তোমাকে আলো ভেবে........., দুঃখ বিলাস......), শিরোনামহীনের (একা পাখি, আমার পথচলা, ক্যাফেটেরিয়া, ইচ্ছে ঘুড়ি।), বাপ্পা উইথ দ্যা রকারজ এর গানগুলা......,এই টাইপের আরো কিছু গান। কিন্তু আমি আমি যখনই মাইকেল জ্যাক্সনের বিল্লি জিন, বিট ইট, ব্লাক অর হোয়াইট, দে ডন্ট কেয়ার আবাউট আস......গানগুলা শুনতে যাই তখন আমার মাথা আপনাআপনি ঝাকি(এমুন ঝাকি যে হেডফোন মাথাথেকে পড়ে যায়) মারতে থাকি, বন্ধুদের কেঊ পাশে থাকলে দু একটা ঘুষি, লাথিও লেগে যায়, নিজেকে মনে হয় সাহারা মরুভুমির বিশাল ভুমিতে গিটার বাজাচ্ছি.........আর বালি গুলা নাচছে আমার সাথে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.