আমাদের কথা খুঁজে নিন

   

সাগর সারওয়ার ও তাঁর স্ত্রী সাংবাদিক মেহরুন রুনির নৃশংস হত্যাকান্ডের এক বছর পূর্ণ হচ্ছে ১১ ফেব্রুয়ারি।

মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার ও তাঁর স্ত্রী সাংবাদিক মেহরুন রুনির নৃশংস হত্যাকান্ডের এক বছর পূর্ণ হচ্ছে ১১ ফেব্রুয়ারি। এ উপলক্ষে প্রদীপ প্রজ্জ্বলন ও মানববন্ধনসহ দিনভর বিভিন্ন অনুষ্ঠান রয়েছে মাছরাঙা টেলিভিশনের। সাগর সারওয়ার ও মেহরুন রুনির মৃত্যুতে শোক প্রকাশ করে লেখা একটি গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী কুমার বিশ্বজিৎ। ‘দৃষ্টির বাইরে রয়ে গেছে খুনী/ কবরে ঘুমিয়ে আছে সাগর রুনি/ কেঁদে কেঁদে ওঠে ছোট মেঘ/ জেগে ওঠো জাতির বিবেক’ -এমন কথামালায় গানটি লিখেছেন কবির বকুল। সুর করেছেন শিহাব রিপন।

১১ ফেব্রুয়ারি সারাদিন গানটি প্রচার হবে মাছরাঙা টেলিভিশনে। ওইদিন সন্ধ্যা ৬ টা থেকে ৭টা পর্যন্ত মাছরাঙা টেলিভিশন কার্যালয়ের সামনে উপস্থিত থাকবেন মাছরাঙ্গা টেলিভিশনের সকল কর্মকর্তা-কর্মচারী। মাছরাঙায় সরাসরি সম্প্রচারিত হবে এ কর্মসূচি। রাত ১১ টায় মাছরাঙা প্রচার করবে দেবাশীষ শর্মা বাপ্পীর প্রযোজনায় বিশেষ প্রামাণ্যচিত্র ‘মেঘের শূন্য বাড়ি’। সাগর-রুনির আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাদের হত্যাকারীর বিচারের দাবিতে ওই কর্মসূচিতে গণমাধ্যমকর্মীসহ সকল শ্রেণী পেশার মানুষকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে মাছরাঙা টেলিভিশন কর্তৃপক্ষ।

 ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.