আমাদের কথা খুঁজে নিন

   

শাহবাগ, সেতো বিক্ষোভের আরেক নাম।

ভালো থেকো ফুল মিষ্টি বকুল ভালো থেকো শাহবাগ জেগে আছে তারুণ্যের দ্রোহে, শাহবাগ জেগে আছে বিপ্লবে বিদ্রোহে, শাহবাগের জাগরণ আমার অস্তিত্বের অহঙ্কার, শাহবাগের উত্তাপে নত হয় আমার মৌনতা, শাহবাগের চিৎকার আমার শিরায় শিরায়, আমার ধমনীতে, আমার প্রতিটি কোষে, আমার রক্তের প্রতিটি কনিকায় আগুন জ্বালিয়ে দেয়, আমি জ্বলে উঠি ক্রমান্বয়ে আমি জ্বলে উঠি বারংবার, জ্বলে ওঠে আমার বিদ্রোহী সত্তা। শাহবাগের এক একটি শ্লোগান, এক একটি বর্ণমালা, এক একটি মুখচ্ছবি আমাকে বাঁচিয়ে রাখে আরো একশত বছর। গণদাবীর ধ্বনি প্রতিধ্বনিত হয় প্রজন্ম থেকে প্রজন্মে। প্রতিশোধের নেশায় মাথা চাড়া দিয়ে ওঠা আমার সর্বাঙ্গে কাঁপন জাগে। আমার মুষ্ঠিবদ্ধ হাতখানা মুক্ত বিহঙ্গ হয়ে প্রকম্পিত করে আকাশ বাতাস, আমার কন্ঠনালী ভেদ করে হৃদয় জমিন চিড়ে ভেসে আসে একটাই দাবী- "রাজাকারের ফাঁসি চাই"। শাহবাগ, সেতো প্রজন্মের চত্বর, শাহবাগ, সেতো বিক্ষোভের আরেক নাম, প্রতিবাদের প্রতীক।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.