আমাদের কথা খুঁজে নিন

   

আমার শর্তহীন গান শুনতে ইচ্ছে হল, এখনি, এক্ষুনি

যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।

যখন মানুষের কন্ঠ থেকে গান শুনতে চাই তখন মানুষ গান শোনায় না। মাঝারিদের শর্তের পেছনের শর্ত দেখতে দেখতে ক্লান্ত। জানি শর্ত মিটিয়ে দিলে গান চলে আসবে বানের মতন, তখন গানে ক্লান্ত হব, হয়ত গানে হব না, হব মানুষে। তখন আমার গান শুনতে ইচ্ছে করবে না। আমি গান শুনতে চাই এখন আমি এখনি আমার মনের মত গানটা শুনতে চাই। ওয়ারফেইজ জুগ জুগ জিও.... গান বাজছে আর আমি লিরিক লেখছি আমি গান শুনছি লিখছি গান যাপণ করছি, কিসের এত কান্না তোমার ঐ দুটি চোখে, সারাটা হৃদয় জুড়ে কিসের এই নিশ্চুপ থাকা (এটা আমি নিজেকে বলছি) কিসের এত কান্না তোমার ঐ দুটি চোখে, সারাটা হৃদয় জুড়ে কিসের এই নিশ্চুপ থাকা (এটা পাঠককে) কিসের এত কান্না তোমার ঐ দুটি চোখে' সারাটা হৃদয় জুড়ে কিসের এই নিশ্চুপ থাকা (অদ্ভুত পিয়ানোর কাজ) তুমি জানোনা তোমার রাতের আকাশে তারা সব সব ঝলমল আশা তুমি বোঝনা কষ্ট পায় নিজের অজান্তে আহা আহা......... পিয়ানো...নেচে চলেছে অদ্ভুত ওর্কেস্টা যেন.... আমি আঙ্গুলগুলো দেখতে পাই আবারো তুমি জানোনা তোমার রাতের আকাশে তারা সব সব ঝলমল আশা তুমি বোঝনা কষ্ট পায় নিজের অজান্তে এহে এহে..... কিসের এত কষ্ট তোমার ঐ দুটি চোখে গোধূলীর রক্তিম আভা সা...রা...টা...দৃষ্টি জুড়ে কি........সের এত কষ্ট তোমার ঐ দুটি চোখে গোধূলীর রক্তিম আভা সা......রা......টা দৃষ্টি জুড়ে পিয়ানো আহা পিয়ানো.... টুং টাং টুং টাং.... ........................ ................................. ..................................... .......................................... .................................................. .......................................................... .......................................................................... অদ্ভুত অজান্তে....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।