আমাদের কথা খুঁজে নিন

   

শর্তহীন সংলাপ চায় জনগণ: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুই নেত্রীর মধ্যে শর্তহীন সংলাপ চায় জনগণ। আওয়ামী লীগ শর্তহীন সংলাপে বসতে রাজি আছে। বিরোধী দল যদি শর্তহীন সংলাপে বসতে চায়, তাতে আওয়ামী লীগের আপত্তি নেই।

আজ শুক্রবার দুপুরে নোয়াখালীর কবিরহাট উপজেলার আয়োজনে ১০০ জন মুক্তিযোদ্ধার মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, দেশের শান্তিপ্রিয় মানুষ সুন্দর, সুষ্ঠু ও সব দলের অংশগ্রহণে আগামী জাতীয় নির্বাচন চায়, হরতাল চায় না।

খেটে খাওয়া মানুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের ভবিষ্যত্ ভাগ্য আজ হরতালের আগুনে ঝলসে গেছে। তিনি বলেন, সাম্প্রতিক হরতালে ২৮টি তাজা প্রাণ শেষ হয়ে গেল। এর দায় কে নেবে? ঘন ঘন হরতাল বিরোধী দলকে জনবিচ্ছিন্ন করে ফেলবে বলেও মন্তব্য করেন তিনি।

 যোগাযোগমন্ত্রী আরও বলেন, ‘বিরোধীদলীয় নেত্রীর ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষ হওয়ার আগেই প্রধানমন্ত্রী ফোন করে নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন এবং দেশের মানুষের স্বার্থে আলোচনার অনুরোধও জানিয়েছেন। দুজনের সেদিনের ফোনালাপ দেশের মানুষ শুনেছে।

বিরোধী দলের নেতার আচরণের কথাও সারা দেশের মানুষ জানে। তাই বলছি আসুন শর্তহীন সংলাপে বসুন। দেশ ও জাতিকে রক্ষা করুন। ’

জেলা প্রশাসক সোহেল ইমাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী, পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান, কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল বিশ্বাস প্রমুখ।

এর আগে বৃহত্তর নোয়াখালী গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (জিএনপি) আওতায় উপজেলার সোন্দলপুরে ছয় কিলোমিটার পাকা সড়ক, উপজেলা প্রাণী সম্পদের জন্য নির্মিত ভবন, মধ্য সোন্দলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মিত ভবন ও ধানসিঁড়ি ইউনিয়নে সাড়ে আট কিলোমিটার পল্লী বিদ্যুত্ সংযোগ উদ্বোধন করেন ওবায়দুল কাদের।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।