আমাদের কথা খুঁজে নিন

   

ফ্রি মার্কেট



ফ্রি মার্কেট পুরনো জিনিস কে যত্নের সাথে ব্যবহার করার নাম রি সাইকেল । জাপানে এই রকম অনেক রি সাইকেল শপ আছে, এই সব দোকানে ব্যবহৃত কম্পিঊটার থেকে শুর করে জুতা পর্যন্ত পাওয়া যায় । আর একটা মজার বাজার ফ্রী মার্কেট , নাম শুনে ফ্রী মনে হলে ও নাম মাত্র মুল্যে কেনা বেচা হয় ফ্রী মার্কেট এ । এই সব বাজারের আয়োজন করে থাকে স্তানীয় ওয়ার্ড অফিস ,স্কুল অথবা সেবামুলক প্রতিষ্টান । এখানে যে কেঊ নিজের অব্যবহৃত জিনিশ , ক্ষেত্রবিশেষে ব্যবহৃত জিনিশ ও বিক্রী করা যায় , তবে স্টল বরাদ্দের অনুমতি নিতে হয়।

সপ্তাহের একটা নির্দিষ্ট দিনে এই রকম বাজার বসে। এখানে ঊল্লেখ করা দরকার জাপানে যে কোন জিনিশ ফেলে দিতে হলে টাকা লাগে, ময়লা ফেলতে ও টাকা লাগে । আপনার বাড়ির পুরনো টেলিভিশন ফেলে দিতে হলে স্তানীয় ওয়ার্ড অফিসে টেলিফোন করে জেনে নিতে হয় কখন টেলিভিশন ফেলা যাবে আর এর জন্য কত খরচ পড়বে, সম মুল্যের একটি নির্দিষ্ট স্টৃকার কিনে নিয়ে ফেলে দেওয়া টেলিভিশন এর উপর লাগিয়ে দিতে হবে নতুবা ময়লার গাড়ি আপনার টেলিভিশন টা নিয়ে যাবে না । উপরন্তু আপনার ফেলে দেওয়া টিভি সেট এর উপর একটা লাল ক্রস দেওয়া ষ্টৃকার লাগিয়ে যাবে যাতে লিখা থাকে আপনি নিয়ম ভংগ করেছেন। গতকাল এই রকম ষ্টৃকার লাগানো দুইটি টেলিভিশন দেখেছিলাম ।

অনেক এ শখ করে এই সব ফ্রি মার্কেট এ দোকান দিয়ে থাকে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.