রাজা
দেখতে নিতান্ত সাদা মাঠা হইলেও ইহা একটি ঐতিহাসিক কি-বোর্ড। ইহাতে অঙ্গুলি প্রদান হেতু সমস্ত তথ্যভান্ডার আলোড়িত হইয়াছে। বহুদিন, বহু সময়, বহুকালে যখন ইহার অলস সময় পার করিবার কথা তখন তাহাতে স্যামহোয়ান ইন এর আকর্ষনে ঝড় তোলা হইয়াছে , ব্লগ আরও পরিশীলিত, অভিজ্ঞ হইয়াছে। সুতরাং ব্লগের ব্যাপ্তিতে ইহার অবদান নিতান্ত খাট করিয়া দেখিবার উপায় নাই। সেই ঝড়ের বেগে অঙ্গুলি চালনার ফলে সৃষ্টি হইছে নতুন নতুন আবহ। দীর্ঘসময় বিভিন্ন রাজকার্য পরিচালানা করিয়াছে অতি বিশ্বস্ততার সঙ্গে। দীর্ঘ সময় অতিক্রম করিয়া ইহা এখন জড়াগ্রস্থ হইয়া যাইতেছে। ৫ম মাত্রার স্যামহোয়াইন আসক্তি ইহার কারণ।
এসো আমরা সবাই মিলে এই মহান কি-বোর্ড কে বিদায়ী গার্ড-অব-অনার জানাই এবং স্থান দেই ইতিহাসের পাতায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।