আমাদের কথা খুঁজে নিন

   

"দেশকে জানো" - অনলাইন কুইজ প্রতিযোগিতা

মনের জানালায় দাঁড়িয়ে ভাবনাগুলোর মিলিয়ে যাওয়া দেখি। গুচ্ছ গুচ্ছ মেঘ হয়ে, ঐ দূর দিগন্ত পানে...

গত কদিন থেকে চ্যানেল ওয়ানে একটা এড দেখিয়ে আসছে, দেখায় যে সন্ধ্যার কোনো এক সময় পাড়ার এক মোড়ে মাস্তান টাইপ কেউ সন্দেহজনকভাবে পায়চারী করছে আর এদিক ওদিক থাকাচ্ছে। কিচ্ছুক্ষণ পর অস্ত্র বের করার মতো করে কি একটা পকেট থেকে বের করে, ক্যামেরা জুম করে দেখায় যে জিনিসটা আদতে ক্ষতিক্ষারক কিছু নয় শুধু একটা বই মাত্র। ছেলেটা চুরি করে করে পড়ছে, "আমাদের জাতীয় ফুলের নাম শাপলা...আমাদের জাতীয় ফুলের নাম শাপলা"। মজার একটা এড।

আর ক্যামেরার কাজটাও হয়েছে এমন যে মনে হয় যেন আশেপাশের কোনো বাসা থেকে কেও ডিজিক্যামে করে ভিডিওটা করছে। তা কেন এই ছেলে বা লাভলুর এভাবে চুরি করে পড়তে হচ্ছে? কারণ এসিআই পিওর সল্ট ও 2funmail.com এর যৌথ উদ্যোগে আয়োজন করা তাদের মতে "দেশের সবচেয়ে বড় অনলাইন কুইজ প্রতিযোগিতা"। বিজয়ী দশজনকে এক লাখ করে নাকি সর্বমোট ১০ লাখ টাকা পুরস্কার দেয়া হবে। দুয়েকদিন এডটা দেখে গত পরশুদিন লগিন করি 2funmail.com-এ। লগিন করে শর্তাবলী পড়তে পড়তে মনে হচ্ছিল এ আর এমন কঠিন কি কাজ! আমার ধারণা ভাংতে অবশ্যি খুব বেশিক্ষণ লাগে নি।

দুইটা পর্ব আর এর ভেতর থেকেই সেরা ১০০ জনকে বাচায় করা হবে তৃতীয় পর্বের জন্য। প্রথম পর্বে ১৫ টা প্রশ্নের মধ্যে ১২ টার সঠিক উত্তের দিতে হবে দৃতীয় পর্বে যাওয়ার জন্য। আর এটা করতে যেয়েই আমার ঘাম ছুটে গেছে। মনে মনে যারা বি.সি.এস পরীক্ষার নেয় তাদের হিংসে হচ্ছিল। কারণ যে ধরণের প্রশ্ন করার হচ্ছিল তাতে এরাই আমার ধারণা পুরস্কার ভাগিয়ে নিবে।

আরেকটা কারণ ছিল এদের কথা মনে করবার। আমি যখন কলেজে পড়ি তখন এক শিক্ষকের কাছে অঙ্ক পড়তাম। তো সে স্যার প্রায় প্রতিদিন-ই সাথে করে "কারেন্ট প্রসপেক্টাস্‌" নিয়ে আসতেন। উনি বি.সি.এস পরীক্ষা নেয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তখন। সময় অসময়ে সেখানা উলটে-পালটে দেখতাম।

তাতে হরেক রকম আয়োজন, সংবিধান সংশোধনী এসবের পুঙ্কানুপুঙ্ক বর্ণনা থাকতো। তো প্রথম পর্ব যারা নিতে চান তাদের যদি এই "কারেন্ট প্রসপেক্টাস্‌"-এর উপর দখন থাকে তবে আপনার প্রথম ১০০ জনে থাকা নিশ্চিত। আমার যদিও হাতের কাছে তেমন কিছু ছিল না। অনেক চেষ্টার পর অবশেষে দৃতীয় পর্বে বেশ ক-খানা প্রশ্নের উত্তের দিয়ে নিজের নামটা প্রথম ১০০ জনের ভেতর আছে কিনা দেখতে যেয়ে লজ্জা পেতে হল। একজন দেখি ইতিমধ্যে ৭০০ স্কোর করে ফেলেছে (যেটি ছুঁতে যাওয়া আমার কম্য নয়)।

আর বাকীরাও যা স্কোর করেছে তাতে নিশ্চিত হলাম যে আমার আর ১০০ জনের ভেতর থাকা হবে না। একবার অবশ্যি ৫০ এর ভেতর ছিলাম কিন্তু সকাল হতে না হতেই আমার নিক হাওয়া। পুরস্কারের জন্য না হোক, দেশের সর্ম্পকে কতটুকু জানেন এই ফাঁকে তা যাচাই করে নিতে পারেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।