আমাদের কথা খুঁজে নিন

   

আমি দেশকে ঘৃনা করি

আমি এমন এক সাধারন মানুষ হতে চাই যে অসাধারন হবার পেছনে দৌঁড়ায়না এবং বিনা প্রশ্নে কিছু গ্রহন করেনা । বুঝতে পারি আমাদের চোখ অন্ধ যখন সেই চোখগুলো খুলে কিছু দেখে , এই মৃত্যু উপত্যকায় মৃত্যু নিয়ে মাতম আমাদের মধ্যবিত্তীয় মৃত্যুবিলাসের প্রহসন । একের পর এক অপঘাতে যেই জাতি নিশ্চুপ তাদের কন্ঠই হরতালে্র মৃত্যুগুলোতে সোচ্চার তখন যে বজ্রকন্ঠের উদাত্ত ডাক নিরাপদ , তাই । অন্ধের দেশে আয়না ফেরি করা তখনই নিরাপদ , যদি কিছু সময়ের জন্য চোখগুলো খোলা হয় সহস্র বছর ধরে তা বন্ধ রাখার জন্য , সন্তর্পনে । ইলিশ – খিচুড়ি , সস্তা , চটুল নাটক – সিনেমা অফুরন্ত সময় ধরে যৌন সঙ্গমে ব্যাপৃত থেকে , হরতালের মৃত্যুতে ক্ষোভ প্রকাশ বিবেকহীন , স্থূল । যদি এই হয় মৃত্যু নিয়ে প্রতিবাদ – ক্ষোভের ভাষা আমি দুঃখিত আমি সেই কোরাসে অংশ নেবোনা , যদি হাজারো শ্রেনী বিভাজনে বসবাস মেনে নিয়ে এই মৃত্যু উপত্যকাকেই আমার দেশ বলতে হয় আমি দুঃখিত কারন এই দেশকে আমি ঘৃনা করি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।