আমাদের কথা খুঁজে নিন

   

দেশকে ভালোবাসতে হবে

দেশ হলো মা। সবার আগে এই দেশকে ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসতে না পারলে ভালো মানুষ হওয়া যায় না। গতকাল বৃহস্পতিবার ফরিদপুরে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রবীণ শিক্ষক জগদীশ চন্দ্র ঘোষ এ কথা বলেন। প্রথম আলোর উদ্যোগে ও রাষ্ট্রায়ত্ত মুঠোফোন প্রতিষ্ঠান টেলিটকের সহায়তায় দেশব্যাপী এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠান ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে প্রথম আলো বন্ধুসভা। সকাল ১০টায় কবি জসীমউদ্দীন হলে অনুষ্ঠান শুরু হয়। বক্তব্য দেন জগদীশ চন্দ্র ঘোষ, সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ হাসিনা বানু, ফুলিকর সভানেত্রী অঞ্জলি বালা, ফরিদপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক দুর্গারাণী সিকদার, ফরিদপুর উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নূরজাহান বেগম, ভাঙ্গা আব্দুর রশিদ মিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল ঘোষ, প্রথম আলোর সহকারী সম্পাদক অরুণ বসু, টেলিটকের আঞ্চলিক কর্মকর্তা এ এম আবুল বাশার ও জাহিদ আনসারি। এ ছাড়া প্রতিক্রিয়া ব্যক্ত করে দুই কৃতী শিক্ষার্থী। হাসিনা বানু বলেন, ‘তোমাদের সামনে দরজা আজ খুলে গেল।

এ দরজা দিয়ে যেমন সুগন্ধ আসবে তেমনি আসবে দুর্গন্ধ। তোমাদেরই বেছে নিতে হবে তোমরা কোনটি গ্রহণ করবে। ’ অঞ্জলি বালা বলেন, ‘তোমাদের পরোপকারী হতে হবে এবং দুর্নীতি মুক্ত থাকতে হবে। ’ কৃতী শিক্ষার্থী শাবানা আক্তারী বলে, ‘আমি টিউশনি করে পড়াশোনা করেছি। আমার বাবা মাছ বিক্রি করেন।

আমার চিকিৎসক হওয়ার ইচ্ছে। ভালো ফল করার পরেও টাকার অভাবে বাবা আমার পড়াশোনা বন্ধ করে দিতে চেয়েছিলেন। কিন্তু প্রথম আলোর সাহায্যে আমি পড়াশোনা চালিয়ে যেতে পারছি। ’ আরেক কৃতী কল্যাণ চক্রবর্তী বলে, এ সম্মাননার মাধ্যমে আমরা ভবিষ্যতে ভালো রেজাল্ট করার পাশাপাশি নিজেকে বদলিয়ে ভালো মানুষ হওয়ার প্রেরণা পাব। অনুষ্ঠানে জেলার ৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৫৫০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

জেলার সেরা তিন শিক্ষাপ্রতিষ্ঠান; ফরিদপুর জিলা স্কুল, সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও মুসলিম মিশন মাদ্রাসাকে সমঞ্চাননা জানানো হয়। অনুষ্ঠানে মিথ্যা, মুখস্থ ও মাদক থেকে দূরে থাকার শপথ নেয় মেধাবীরা। ‘মাদক থেকে বন্ধুকে বাঁচাও, এসো মাদকমুক্ত থাকি’ শীর্ষক চিঠি পাঠ করেন অরুণ কান্তি পাল, আবৃত্তি করেন আরমান হোসেন। সংগীত পরিবেশন করেন ফরিদপুর বন্ধুসভার উপদেষ্টা শিপ্রা গোস্বামী। সবশেষে বন্ধুসভার পরিবেশনায় ডাইরেক্ট নেশা পরিবহন (চেয়ারকোচ)-নাটিকাটি পরিবেশিত হয়।

অনুষ্ঠানে উপস্থাপনা করেন বন্ধুসভার সভাপতি মো. গিয়াস উদ্দীন ও সদস্য সুপ্রিয়া সরকার। ।

সোর্স: http://www.prothom-alo.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।