আমাদের কথা খুঁজে নিন

   

দ্বীন ই ইলাহী - এক সেক্যুলার শাসকের ধর্ম

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা

কিছুদিন আগে একটি মেয়ের জীবন বাচাতে সাহায্যের আর্তি জানিয়ে যে পোষ্ট দেয়া হয়েছিল তাতে দেখলাম এক নাস্তিক ভাইকে মেয়েটির আরোগ্য কামনা করে আল্লাহর কাছে ফরিয়াদ করতে। আবার গতকালকেই তিনি ইসলামকে প্রতারক বলে অভিহিত করলেন। অনেক নাস্তিক ভাইদের ধারনা মুখ্যসুখ্য মুসলমানেরা ইসলামের দ্বারা প্রতারিত হলেও সেটা তাদের বোঝানো সম্ভব হয় না। একেই বলে ধর্মান্ধ। তবুও আমরা এটা ভাল করেই জানি যে মিথ্যে বেশিদিন টিকে থাকতে পারেনা।

সত্য আর সুন্দরকে মানুষ গ্রহন করে নিতে না পারলে দুনিয়াই হয়ত টিকে থাকতে পারত না। আমেরিকান প্রেসিডেন্টের সেই বিখ্যাত কথাটি আমরা সবাই জানি - তুমি কিছু লোককে কিছু দিনের জন্য বোকা বানিয়ে রাখতে পারবে কিন্তু অনেকগুলো লোককে অনেকদিনের জন্য বোকা বানিয়ে রাখতে পারবে না। ভারতের মুঘল সাম্রাজ্যের সবচাইতে প্রতাপশালী সম্রাট ছিলেন আকবর। ভারতের তাবত ইতিহাসে তার মত বিচক্ষন, সাহসী আর উদার মানসিকতাসম্পন্ন শাসকের দেখা মেলা ভার। সেক্যুলার শাসকগন, যারা ধর্ম কিংবা সামাজিক সংস্কারকে অগ্রাহ্য করে তার প্রজাদের কল্যানে রাষ্ট্র ব্যবস্থাকে সেক্যুলার মতাদর্শে গড়ে তুলতে প্রয়াসী ছিলেন, তাদের তালিকার শীর্ষে আকবরকে স্থান দিতে আগ্রহী হবেন অনেকে।

এমনকি প্রজাদের মংগল কামনায় প্রথাগত ধর্মের জলান্জলী দিয়ে একটি নতুন ধর্মের প্রচলন ঘটিয়েছিলেন। যুগের সাথে তাল মিলিয়েই ইসলাম, হিন্দু, জৈন ধর্মের ভাল দিকগুলো একসাথে জড়ো করা হয়েছিল এই ধর্মের। যে ধর্মে মানবতার জয়গান গাওয়া হয়েছিল। যে ধর্মের আইন কানুন করা হয়েছিল মানুষের সুবিধার দিকগুলো কথা চিন্তা করে। মহামতি আকবর নিশ্চয় ভেবেছিলেন যুগের প্রয়োজন মেটাতে ব্যার্থ ইসলাম সেকেলে হয়ে গিয়েছিল।

কিন্তু ভারতবাসী ত দুরের কথা তার প্রধান সেনাপতি মানসিংহের মন গলেনি মানবপ্রেমী আকবরের এই নতুন ধর্মে। মানসিংহ শ্রেফ জানিয়ে দিলেন তিনি ধর্ম বলতে ইসলাম আর হিন্দু ধর্মকেই বুঝেন। তবে আকবরের কিছু অনুসারী জুটে গিয়েছিল যাদের সংখ্যা ছিল সর্ব সাকুল্যে ১৯ জন। আমি নিশ্চিত ১৯ জন বেচারিদের অনেকেই ধর্মটিকে মেনে নিয়েছিল হয় পয়সার লোভে নচেত মৃত্যুভয়ে। নয়ত আকবরের মৃত্যুকালে এ ধর্মের অনুসারীদের সংখ্যা কমে ২ তে দাড়াত না।

আকবর এবং বীরবল। প্রগতিশীল, আধুনিক মানসিকতা সম্পন্ন এই শাসকের চিন্তাধারা সাধারন মানুষকে একেবারেই ষ্পর্শ করতে ব্যার্থ হয়নি শুধু জ্ঞানী গুনি জনের সমর্থন আদায়েও ব্যার্থ হয়েছিল। অথচ বিভিন্ন যুগের বিভিন্ন সমাজ কিংবা সমাজ ব্যাবস্থার সাথে কিংবা সমাজের মানুষদের কোন প্রকারের সমঝোতায় না আসা হাজার বছর ধরে অবিকল থাকা ইসলাম ধর্মের বিস্তার অপ্রতিরোধ্য ছিল সারা ভারত জুড়ে। লক্ষ কোটি ভারতীয়দের ধর্মান্তর ঘটেছিল ভারত জুড়ে। আকবরের ছেলে, নাতি পুতিরাও যেমন এই ধর্মের প্রসার ঘটিয়েছিলেন তেমনি ঘটিয়েছিলেন দরবেশ, ফকির আর সুফিরা।

ইসলামের প্রসার এখনও ঘটছে ভারতের আনাচে কানাচে। অথচ আকবর আর আকবরের ধর্ম স্থান নিয়েছে ইতিহাসের পাতায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.