আমাদের কথা খুঁজে নিন

   

অসহায় আমি এবং স্বপ্নের সহমরণ



অসহায় আমি এবং স্বপ্নের সহমরণ প্রাণপেতে বসে আছি গানের আশায় পরবাসী গান তবু আসবে না ফের; খেরোখাতা ভরে ওঠে ক্ষোভের ভাষায় বিপ্লবী মন ভাসে, স্রোত সময়ের। আড্ডার ফাঁকে কমরেড বনে যাওয়া চোখ বুঁজে শুনি সমাজতন্ত্র ডাকে; উড়য়েছে সব একবুক ঝড়ো হাওয়া অসহায় আমি অবহেলা করি মাকে। দ্রুতলয়ে সেই তথাকথিতের ভীড়ে শপথের কথা পড়ে থাকে চেনা ঘাসে; ধুসর স্বপ্ন বেরঙিন চোখ ঘিরে লীন হ’তে হ’তে দিগন্তে গিয়েই মেশে। সমকাল পড়ে নতজানু হ’য়ে বাঁচা মহাকাল বুঝি অসময়ে কেঁদে গ্যালো; প্রেমে ঘিরে আছে অবোধ্যতার খাঁচা আত্মহনন এর চেয়ে ঢের ভালো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.