আমাদের কথা খুঁজে নিন

   

আপনিই পারেন বদলে দিতে.......



বড় ধরনের সংঘর্ষ কিংবা বিশ্বের কোনো এক বিচ্ছিন্ন প্রান্তের ছোট একটা ঘটনা, সর্বত্রই এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সুবিচার প্রতিষ্ঠা আর সকলের মুক্তির জন্যে লড়াই করছে। সেসঙ্গে একটি উন্নততর বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে সকল মানুষের সমর্থন আদায়ের চেষ্টা করছে। এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হলো একটি বিশ্বব্যাপী আন্দোলন, যারা বিশ্বের প্রতিটি মানুষের জন্যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার প্রতিষ্ঠায় এবং রক্ষায় প্রচারণা চালাচ্ছে। আমরা বিশ্বাস করি বিশ্বের যেকোনো প্রান্তের মানবাধিকারের লংঘন বিশ্বের সকল মানুষের জন্যে উদ্বেগের কারণ। যেকারণে মারাত্মক মানবাধিকার লংঘনের ঘটনার মধ্যেও একটি উন্নততর বিশ্ব প্রতিষ্ঠায় আশাবাদী হয়ে, আমরা প্রচার-প্রচারণা ও আন্তর্জাতিক সংহতির মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছি। আমাদের লক্ষ্য হলো মানবাধিকারের মারাত্মক লংঘন প্রতিরোধ ও নির্মূলে গবেষণা করা ও উপযুক্ত পদক্ষেপ নেয়া এবং যাদের অধিকার লংঘিত হয়েছে তাদের জন্যে সুবিচার দাবী করা। আমাদের সদস্য ও সমর্থকরা সরকার, রাজনৈতিক সংগঠন, কোম্পানি ও আন্তঃসরকার গ্রুপগুলোর উপর প্রভাব বিস্তার করে থাকে। মানবাধিকার কর্মীরা গণমানুষের বিক্ষোভ, সতর্ক পর্যবেক্ষন এবং সরাসরি লবিং এবং অনলাইন ও অফলাইন প্রচারণার মাধ্যমে মানবাধিকার বিষয়ে কাজ করার লক্ষ্যে জনগণকে উদ্বুদ্ধ করে থাকে। এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, তার বাংলা ওয়েবসাইট (http://www.amnesty.org/bangla) চালু করেছে এবং আপনাকে আহ্বান করছে বিশ্বের ১৫০টিরও বেশি দেশ ও অঞ্চলে ২২ লাখেরও বেশি সদস্য ও গ্রাহকদের সাথে যোগ দিতে যারা বিস্তৃত পরিসরে নানান ইস্যুতে সুবিচার প্রতিষ্ঠার জন্যে কাজ করছেন। ফেসবুক গ্রুপে যোগ দিন: Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.