আমাদের কথা খুঁজে নিন

   

সোনার টুকরা ছেলে-মেয়ে



পিতা-মাতার অবাধ্য তোমরা হবানা উঁচু স্বরে তাঁদের সাথে কথা বলনা। তবে পাবে মনে-প্রাণে অশেষ শান্তনা থাকবেনা মনে-প্রাণে কোন যাতনা। পোষণ করো না পিতা-মাতাকে নিয়ে কুধারণা জীবনে রবেনা তোমাদের কোন বঞ্চনা। কাজ পারবানা, এ কথা বলবানা জীবনে সফল হবানা এমন ভাববানা । পিতা-মাতার সাথে করোনা কখনো ছলনা করলে শুধুই পাবা মনে অশেষ যাতনা। পিতা-মাতার যখন বয়স বেড়ে যাবে সাধকের ন্যায় তাঁদের সেবা করতে হবে। বড় হয়েছো তাঁদের দু'জনেরই কোলে আজকের অপার সুখ পাচ্ছো তাঁদেরই ফলে। লক্ষ্য চুমো পেয়েছো কপালে ও গালে আজকে তাঁরা বয়সী বলে যাচ্ছো কেন ফেলে। তোমরা বড়, তোমাদেরকে তারা কি বলে শতকোটি দোয়া পড় তাঁরা কবরে গেলে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.